ভালো আছেন করোনা আক্রান্ত প্রধান বিচারপতি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী ভালো আছেন। বিএসএমএমইউ কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। এতে বড় ধরনের কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জাগো নিউজকে এসব কথা জানিয়েছেন।
তিনি বলেন, করোনার মৃদু (মাইল্ড) উপসর্গ নিয়ে ভর্তি হওয়া প্রধান বিচারপতি ও তার স্ত্রী সম্পূর্ণ ভালো আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে স্বাভাবিক চিকিৎসা দিলেই চলে। তিনি অন্য কোনো জটিল রোগে আক্রান্ত কি না তা দেখতে মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, নেফ্রোলজি, কার্ডিয়াক ও অ্যান্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়।
তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান বিএসএমএমইউ উপাচার্য।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধান বিচারপতির স্ত্রী ও গতকাল বুধবার (১৯ জানুয়ারি) প্রধান বিচারপতি বিএসএমএমইউতে ভর্তি হন।
গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন তিনি।
এমইউ/এমএইচআর/এমএস