মা হারালেন অভিনেত্রী মিলি বাশার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৬
মিলি বাশার। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মিলি বাশারের মা ও অভিনেতা মাসুম বাশারের শাশুড়ি নূরজাহান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২ জানুয়ারি) সকাল ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেন মাসুম বাশার। তিনি লেখেন, ‘আমার শাশুড়ি, মিলির আম্মা আজ সকাল ৮টায় ইন্তেকাল করেছেন। আজ জুম্মার নামাজের পর ধানমন্ডি তাকওয়া মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

তারকা দম্পতির মেয়ে নাজিবা বাশারও এক পোস্টে জানান, ‘আমার নানির নামাজে জানাজা যোহরের নামাজের পর তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। যারা দোয়া ও জানাজায় অংশ নিতে চান, তারা উপস্থিত হতে পারেন।’

আরও পড়ুন:
মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়া
দুঃসংবাদ দিলেন সংগীতশিল্পী তৌ‌সিফ

এদিকে মিলি বাশারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এক শোকবার্তায় সংগঠনটি জানায়, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী মিলি বাশারের মা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এছাড়াও মিলি বাশারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেত্রীর সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।