কাপ্তাই হ্রদ দখলদারদের তালিকা চাইলেন হাইকোর্ট
দেশের সৌন্দর্যমণ্ডিত কাপ্তাই হ্রদ দখলদারদের তালিকা তৈরি করে (সত্যায়িত) দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কাপ্তাই হ্রদের অবৈধ দখল বন্ধ, জরিপ করে হ্রদের সীমানা নির্ধারণ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ চেয়ে করা রিটের শুনানি নিয়ে সোমবার (১৭অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালত তার আদেশে কাপ্তাই হ্রদের মাটি ভরাট বা স্থাপনা নির্মাণ আর যাতে না হয় সে ব্যাপারে কার্যকরি ব্যবস্থা নিতে রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্ট ১২ জন বিবাদীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।
এছাড়া আদালত কাপ্তাই হৃদের অবৈধ দখল-মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধ দখলদার উচ্ছেদে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ ও অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঈনুল হাসান।
রাঙামাটির কাপ্তাই হ্রদ দখল করে স্থাপনা নির্মাণ করছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংযুক্ত করে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে’র পক্ষ থেকে ১৬ অক্টোবর হাইকোর্টে দায়ের করেন আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও আইনজীবী রিপন বাড়ৈ। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রুলসহ আদেশ দেন।
এফএইচ/এমএএইচ/এমএস