নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

নোয়াখালী প্রেস ক্লাবের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসকের ভোটার তালিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালতে এদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন স্থগিতের বিষয়টি ব্যারিস্টার সানজিত সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের পাশাপাশি ভোটার তালিকাও স্থগিত করা হয়েছে। রোববার রিটের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত সোমবার (১৩ ডিসেম্বর) নির্বাচন স্থগিত চেয় রিট করেন প্রেসক্লা্বরে বর্তমান কমিটির সভাপতি। জানতে চাইলে রিটকারীর আইনজীবী সানজিত সিদ্দিকী জানান, নোয়াখালী প্রেস ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী তফসলি ঘোষণা করা হয়েছে। একটি প্রাইভেট প্রতিষ্ঠানে জেলা প্রশাসক হস্তক্ষেপ করতে পারেন না। পরে এসব গ্রাইন্ড শুনে আদালত এ আদেশ দেন।

এর আগে ২০১৮ সালে এ প্রেস ক্লাবে অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

এফএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।