চট্টগ্রামের জেলা ও দায়রা জজ

যে কোনো মূল্যে মামলা জট কমাতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা বলেছেন, সরকারি আইন কর্মকর্তারা বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ন্যায় নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে আইন কর্মকর্তাদের কাজ করতে হবে। বিচার ব্যবস্থায় মামলার জট আমাদের জন্য বেদনাদায়ক বিষয়। যে কোনো মূল্যে মামলার জট কমাতে হবে।

রোববার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা জজ কনফারেন্স হলে নতুন নিয়োগপ্রাপ্ত ৬০জন আইন কর্মকর্তার অংশগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজ আহমেদ বলেন, মামলার জট কমাতে রাষ্ট্রপক্ষ ও প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পক্ষরা আপসে মামলার প্রত্যাহার করতে উৎসাহিত হলে বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। বিচারপ্রার্থী জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়া তাদের সাংবিধানিক অধিকার। কোনো অবস্থাতে এ অধিকার থেকে তাদের বঞ্চিত করে যাবে না। এ দেশের অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়। গুটিকয়েক দুষ্ট প্রকৃতির লোক সমাজে অস্থিরতা করে। তাদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করে সমাজের শান্তি নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি। সভায় অংশ নেওয়া আইন কর্মকর্তাদের পরিচয়পত্র বিতরণ ও নবাগত আইন কর্মকর্তাদের বিভিন্ন আদালতে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।

ইকবাল হোসেন/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।