আপিল বিভাগের রায়

গ্রামীণফোন-রবি-বাংলালিংককে আড়াই হাজার কোটি টাকা দিতেই হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭ এএম, ১০ জানুয়ারি ২০২৩

গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের কাছ থেকে তরঙ্গ ও লাইসেন্স ফিয়ের রাজস্ব বাবদ বিটিআরসির পাওনা ২৫০০ কোটি টাকা। এই টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মোবাইল অপারেটর কোম্পানি ও বিটিআরসির করা পৃথক আপিলের শুনানি নিয়ে মঙ্গলবার ( ১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আরও পড়ুন>> গ্রাহক হয়রানি : অভিযোগের শীর্ষে গ্রামীণফোন

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।

আরও পড়ুন>> সিম বিক্রিতে নিষেধাজ্ঞা: ক্রেতাশূন্য গ্রামীণফোন

আদালতে আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মানিক। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।

আরও পড়ুন>> বিটিআরসির পদক্ষেপ ‘অন্যায্য’, ব্যবস্থা নেবে গ্রামীণফোন

আইনজীবীরা জানান, এই আদেশের ফলে গ্রামীণফোন, বাংলালিংক এবং রবিকে ওই টাকা দিতেই হবে। তবে ২ হাজার ৫০০ কোটি টাকা কতদিনের মধ্যে দিতে হবে, সেটি নিশ্চিত করেননি আইনজীবীরা।

রেজা-ই রাকিব জাগো নিউজকে আরও জানান, কতদিনের মধ্যে টাকা দিতে সেটি অর্ডারের কপি পেলে বলতে পারবো। আপাতত বলা যায়, দ্রুত সময়ের মধ্যেই টাকা দিতে হবে।

আদালতে আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মানিক। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব। মোবাইল অপারেটরদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

এদিকে, লাইসেন্স ও তরঙ্গ ফি প্রদানে তিন অপারেটর কর রেয়াত পাবে না বলে জানিয়েছেন গ্রামীণফোনের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।

রায়ের বিষয়ে গ্রামীণফোনের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান আরও বলেন, আমাদের মোবাইল ফোন অপারেটরগুলো ১৯৯৬ সালে প্রথমবারের মতো সরকারের কাছ থেকে লাইসেন্স পায়। সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ১৫ বছর মেয়াদে এই লাইসেন্স দেন।পরে ২০০১ সালে বাংলাদেশ টেলি কমিউনিকেশন রেগুলেটরি কমিশন অ্যাক্ট নামে একটি আইন পাস করে। সেই আইনের আওতায় বিটিআরসি প্রতিষ্ঠিত হয়।

এরপর ২০১১ সালের মোবাইল কোম্পানিগুলোর লাইসেন্সের মেয়াদ শেষ হলে অপারেটরগুলো আবার নবায়নের জন্য আবেদন করে। তখন নতুন করে প্রশ্ন উঠে এই লাইসেন্স ফির ওপরে ভ্যাট বসবে কিনা। ভ্যাট বসলে বিটিআরসির কাছে জমা দেওয়া টাকা থেকে ভ্যাট কাটা হবে; না বিটিআরসির কাছে জমা দেওয়া টাকার ওপরে ভ্যাট আরোপ করে সরকারের রাজস্ব খাতে জমা দেওয়া হবে। পাশাপাশি বিটিআরসির কাছে জমা দেওয়া টাকার ওপরে ভ্যাট দিতে হলে এর ওপর মোবাইল কোম্পানিগুলো রিভ্যাট (কর রেয়াত) পাবে কিনা।

এ ক্ষেত্রে গ্রামীণফোনের মামলায় হাইকোর্ট আদেশ দেন যে গ্রামীণফোন রি-ভ্যাট পাবে। রবির মামলায়ও আদালতের রায়ে বলা হয় তারা রি-ভ্যাট পাবে। তবে বাংলালিংকের মামলায় বলা হয় তারা রি-ভ্যাট পাবে না।

তবে, এসব বিষয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, বিটিআরসির কাছে জমা দেওয়া টাকার ওপরে ভ্যাট আরোপ করা হবে, তবে মোবাইল কোম্পানিগুলো কোনো রি-ভ্যাট (কর রেয়াত) পাবে না। একই সঙ্গে ২০১১ সালে লাইসেন্স নবায়নকালে তরঙ্গ কেনার ক্ষেত্রে ফি প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, গ্রামীণফোন যখন তরঙ্গ কেনি তখন প্রত্যেক মেগাওয়াটস বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করা হয়। প্রতি মেগাওয়াটস বাবদ ১৫০ কোটি টাকা প্রদান করতে হয়। এরপর ২০১১ সালে বিটিআরসি লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ নবায়ন করার ক্ষেত্রে একটি গাইডলাইন দেয়।

সেখানে বলা হয়, বাজারে দুটো বড় প্রতিযোগী রয়েছে। যারা বাজারে প্রভাব বিস্তার করে। এই দুই কোম্পানির মধ্যে একটি গ্রামীণফোন আর অন্যটি হলো বাংলালিংক। তাদের বরাদ্দকৃত তরঙ্গের ওপর একটি ফি প্রদান করতে হবে। তা হচ্ছে- মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর ফি। যেহেতু গ্রামীণফোন বাজারে প্রভাব বিস্তার করে, তাই গ্রামীণফোনের জন্য বরাদ্দকৃত তরঙ্গের ওপর প্রদেয় ফি এর ওপর ১.৪৮ হারে গুণ করে দিতে হবে। আর বাংলালিংকের মার্কেটে প্রভাব কম থাকায় তাদের ক্ষেত্রে ১.০৮ হারে গুণ করে ফি দিতে হবে। এই টাকাগুলো বিটিআরসিকে প্রদান করতে হবে। এটা কিন্তু তরঙ্গ বরাদ্দের জন্য আলাদা কোন ফি না। এটা হচ্ছে তরঙ্গ বরাদ্দের জন্য যে ফি সেই ফি নির্ধারণ করার একটি হিসাব।

আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান আরও বলেন, মার্কেট কম্পিটিশন ফ্যাক্টরের (এমসিএফ) বিষয়ে মোবাইল অপারেটরদের কোন আপত্তি নেই। পৃথিবীর অন্যান্য দেশেও তা আছে। কিন্তু ২০০৮ সালে বাংলালিংক এবং গ্রামীণফোন বিটিআরসির কাছ থেকে ১৮ বছর মেয়াদে কিছু তরঙ্গ ক্রয় করে। সে সময় তাদের বলা হয়, ২০০৮ সালে যতটুকু তরঙ্গ কিনেছে সেই তরঙ্গের জন্য নতুন করে আর কোনো ফি আরোপ করা হবে না। তবে ২০১১ সালে বিটিআরসি- ২০০৮ সালে যে তরঙ্গ বরাদ্দ দিয়েছিল সেটার ওপর ২০১১ সালের পরবর্তী প্রদেয় টাকার ওপর মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর আরোপ করতে চেষ্টা করে।

এই বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হলে, হাইকোর্ট গ্রামীণফোনের পক্ষে রায় দেন। রায়ে বিটিআরসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। তবে এই ঘটনায় হাইকোর্ট বাংলালিংকের বিরুদ্ধে রায় দেন। রায়ে আদালত বলেন, ২০০৮ সালের বরাদ্দকৃত তরঙ্গের ওপরেও ২০১১ সালের পরের থেকে যে বাৎসরিক ফি সেটার ওপর এমসিএফ পড়বে।

এই ব্যাপারে বিটিআরসি গ্রামীণফোনের ওপর সংক্ষুব্ধ।গ্রামীণফোনের বিরুদ্ধে বিটিআরসির আপিল নিষ্পত্তি করা হয়েছে। সেই আপিল কীভাবে নিষ্পত্তি করা হয়েছে তা আমি জানি না (রায়ের লিখিত প্রকাশের আগে)।সুতরাং এমসিএফের বিষয়ে পূর্ণাঙ্গ রায় না দেখে আমি মন্তব্য করতে পারবো না।তবে, তিনি বলেন, এই রায়ের ফলে মোবাইল কোম্পানিগুলো ভ্যাটের বিপরীতে কোন রিভ্যাট (কর রেয়াত)পাবে না।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, গ্রামীনফোন, রবি এবং বাংলালিংকের ওপর সরকার যে তরঙ্গ বরাদ্দ করে তার ওপর চার্জ করা হয়। এর সঙ্গে ভ্যাট যুক্ত করা হয়। এই ভ্যাটযুক্ত করার কারণে তারা হাইকোর্টে এসে মামলা ফাইল করে দেয়। হাইকোর্ট তাদের রিট খারিজ করে দেন। এর বিরুদ্ধে তারা আপিলে আবেদন করলেও আদালত শুনানি নিয়ে তাদের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে এখন এ সব প্রতিষ্ঠান থেকে এনবিআর এবং বিটিআরসি টাকা আদায় করবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমরা শুনানিতে বলেছি, ভ্যাটের ক্ষেত্রে ২০১১ সালের আইনটা সংশোধন করা হয়েছে। এই সংশোধনের ফলে রাষ্ট্রপক্ষ থেকে আমরা এই ভ্যাট দাবি করতে পারি।

আর বিটিআরসির পক্ষের আইনজীবী ব্যারিস্টার খোন্দকার রেজা-ই রাকিব বলেন, তিনটি মোবাইল অপারেটরের কাছে লাইসেন্স নবায়ন ফি এবং রেভিনিউ শেয়ারিং ফিসহ বিভিন্ন ফি বাবদ ২ হাজার ২০০ কোটি টাকার মতো পাবো। এর সঙ্গে আরও ৩০০ কোটি টাকার মতো পাবো। আজকের রায়ের পর রায়ের সার্টিফায়েট কপি পাওয়ার পর থেকে আমরা টাকা দাবি করব।

পাওনা টাকার মধ্যে গ্রামীনফোনের কাছে ১৫০০ কোটি টাকা, রবির কাছে ৫৫০ কোটি টাকা এবং বাংলালিংকের কাছে ৬৫০ কোটি টাকা পাবো। বলে দাবি করেন বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা-ই রাকিব।

এফএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।