ভাইয়ের বিরুদ্ধে করা তুরিন আফরোজের মামলা ছয় মাসের জন্য স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

বোনের চরিত্র নিয়ে মিথ্যা দুর্নাম রটনার অভিযোগে ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে দায়ের করা ব্যারিস্টার তুরিন আফরোজের মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মো. মনযুর রাব্বি জাগো নিউজকে বলেন, আমরা বিচারিক আদালতে চলমান মামলার কোয়াসমেন্ট (মামলা বাতিল) চেয়ে আবেদন করেছিলাম। একই সঙ্গে এ মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ওই মামলা বাতিল চেয়ে করা আবেদনটি শুনানি নিয়ে মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মনযুর রাব্বি, সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম আনিসুজ্জামান।

মামলার অভিযোগে বলা হয়, বোনের চরিত্র নিয়ে মিথ্যা দুর্নাম রটানোর জন্য ব্যারিস্টার তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন: তুরিন আফরোজের বিরুদ্ধে গর্ভধারিণী মায়ের যে অভিযোগ

২০১৭ সালের দেওয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ২০১৯ সালের ১৪ জুন ব্যারিস্টার তুরিন আফরোজের মা ও ভাই, তুরিন আফরোজের উত্তরার বাসভবনে জোর করে প্রবেশের চেষ্টা করেন। ভবনের নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তুরিনের ভাই শাহনেওয়াজ শিশির ও মা শামসুন্নাহার দিলু, তুরিন আফরোজকে প্রাণনাশসহ নানারূপ অশালীন হুমকি প্রদান করেন। তারা সংবাদ সম্মেলন করারও হুমকি দেন।

ওই দিনই এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় নিজের মা ও ভাইয়ের বিরুদ্ধে জিডি করেন তুরিন আফরোজ। যদিও পরে ওই অভিযোগ থেকে তার মাকে বাদ দেওয়া হয় বলে জানান আইনজীবী।

আইনজীবী মনযুর রাব্বি বলেন, একই দিনে তুরিন আফরোজ এবং তার ভাই শাহনেওয়াজ থানায় জিডি করেন। কিন্তু পুলিশ ভাইয়ের জিডি না নিয়ে বোনের জিডি নিয়ে মামলা ফাইল করে। যা উদ্দেশ্যপ্রণোদিত। এই বিবেচনায় মামলাটি বাতিলযোগ্য। আদালত আমাদের শুনানি নিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।

আরও পড়ুন: ব্যারিস্টার তুরিন আফরোজের মামলায় ভাইকে শোকজ

ব্যারিস্টার তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে ২০২১ সালের ৩১ অক্টোবর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

২০২০ সালের ২৭ নভেম্বর আসামি শাহনেওয়াজ শিশিরের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়। ২০২১ সালের ৫ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি। এরপর মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারিক আদালত। এদিকে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ।

এফএইচ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।