সুপ্রিম কোর্টে বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদযাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্ত বরণ করে নেওয়ার দিন। একইসঙ্গে উদযাপিত হচ্ছে ‘বিশ্ব ভালোবাসা’ দিবস। বিশেষ দুই দিবস উপলক্ষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নারী আইনজীবীরা মেতেছিলেন উৎসবে। এ উপলক্ষে ছিল নানান আয়োজন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তন প্রাঙ্গণে ‘বসন্ত বরণ ১৪২৯’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামনান ননী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম ইনায়েতুর রহীম উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুন নুর দুলাল, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ মুনজুরুল হক, অ্যাডভোকেট জেসমিন সুলতানা প্রমুখ।

নাচ, গান, কবিতা আবৃত্তিসহ অনুষ্ঠানে নানা আয়োজন ছিল। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

এফএইচ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।