জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার (২৬ মার্চ) ভোর ৬টা ৫ মিনিটে প্রধান বিচারপতি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তার সঙ্গে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসানসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
এফএইচ/এএএইচ/এমএস