ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন অধস্তন আদালতের ৪৯ বিচারক

প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন দেশের অধস্তন আদালতের ৪৯ কর্মকর্তা। আগামী ৩ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এ প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করবে ভারত সরকার।
ভারতের ভুপাল ও স্টেট জুডিসিয়াল একাডেমিতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়েছে সরকার।
গত ২২ মার্চ আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩-এর উপসচিব (প্রশিক্ষণ) মো. শামছুদ্দীন মাসুমের সই করা এক আদেশে এ অনুমতি দেওয়া হয়। প্রশিক্ষণে যাওয়া বিচারকরা ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, নেত্রকোনা, ভোলা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
এফএইচ/এএএইচ/জেআইএম