মীর কাসেমের রায় হচ্ছে না আজ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিল মামলার চূড়ান্ত রায় হচ্ছে না আজ (মঙ্গলবার)। মীর কাসেমের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালের কজলিস্ট যেখানে মীর কাসেমের মামলা কার্যতালিকায় ছিল না
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে শোকজ করার পর এ তথ্য জানা যায়।
পরে কজলিস্ট সংশোধন করে মীর কাসেমের মামলা কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়
জানা যায়, গতকাল সোমবার মীর কাসেম আলীর মামলার রায় ওয়েব সাইটে আজকের কার্যকালিকায় ১ নম্বরে থাকলেও মঙ্গলবার সকাল থেকে তা আর দেখা যাচ্ছে না।
এফএইচ/আরএস