ইভটিজিংয়ের দায়ে বখাটের ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৮ মে ২০২৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্কুলগামী ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে কাজল শেখ নামে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৮ মে) সকালে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত কাজল শেখ নড়াইল জেলার লোহাগড়া থানা সংলগ্ন নোয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

সহকারী কমিশনার পিযুষ কুমার চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে শিকলবাহা এলাকার মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা-যাওয়ার পথে বখাটেরা ইভটিজিং করে আসছিল। নানান অশালীন কথাবার্তা বলতো তারা। এ ধরনের অভিযোগ পেয়ে রোববার সকালে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাজল শেখ নামে একজনকে হাতেনাতে ধরা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে কাজল শেখকে কর্ণফুলী থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

ইকবাল হোসেন/এমডিআইএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।