ডিইউজে নির্বাচন স্থগিতের আবেদন খারিজ, ভোটগ্রহণে বাধা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ৩১ মে ২০২৩
ফাইল ছবি

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ফলে আগামীকাল বৃহস্পতিবার সংগঠনটির ভোটগ্রহণে কোনো বাধা নেই।

বুধবার (৩১ মে) ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান মো. শওকত আলী উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবী জাগো নিউজকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবাদী ডিইউজের সাধারণ সম্পাদক এবং ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. উত্তম কুমার দাস আদালতে মামলাটি পরিচালনা করেন। তিনি বলেন, ডিইউজে ঘোষিত তফসিল অনুযায়ী ১ জুন নির্বাচন করতে আইনগত কোনো বাধা নেই।

সদস্য পদ বাতিল হওয়া আজিজুল হক পাটোয়ারী বাদী হয়ে প্রথম শ্রম আদালতে ২৮ মে মামলা করেন। মামলায় তিনি ডিইউজে ঘোষিত পুনঃতফসিল অস্থায়ী নিষেধাজ্ঞা দ্বারা স্থগিতের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এফএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।