হত্যার হুমকির অভিযোগে ড. ইউনূসের আইনজীবীর জিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ এএম, ০৮ জুন ২০২৩
ছবি: সংগৃহীত

হত্যার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

মঙ্গলবার (৬ জুন) রাতে মোহাম্মদপুর থানায় ডায়েরি করেন তিনি। তিনি নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষের আইনজীবী প্যানেলের সদস্য বলে জানিয়েছেন।

জিডিতে আইনজীবী উল্লেখ করেন, মঙ্গলবার (৬ জুন) রাত ৮টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। রাত ৮টা ৩৭ মিনিটের দিকে তিনি ওই নাম্বারে কলব্যাক করেন। তখন অপর প্রান্তের ব্যক্তি প্রথমে একটি পারিবারিক মামলার বিষয়ে কথা বলবেন বলে জানান। কিন্তু একটা পর্যায়ে অকথ্য ভাষায় গালাগাল ও মেরে ফেলার হুমকি দেন।

তবে কী কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে তা জানাতে পারেননি এ আইনজীবী। তিনি জানান, কী কারণে তাকে এ হুমকি দেওয়া হয়েছে তা তিনি জানেন না।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার রাতে একজন আইনজীবী এসেছিলেন। তিনি সাধারণ ডায়েরি করেছেন। তবে ড. ইউনূসের আইনজীবী কি না তিনি জানেন না। ওই আইনজীবী এমন কোনো পরিচয় দেননি। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান ওসি।

এফএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।