হাইকোর্ট
আইডিয়াল কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাকের জামিন
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহম্মেদকে ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় ৭০ বছরের কাছাকাছি বয়সের স্বামী গভর্নিং বডির দাতা খন্দকার মুশতাক আহম্মেদ ও ১৮ বছর বয়সী কলেজ শিক্ষার্থী আদালতে উপস্থিত ছিলেন।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর বাবার করা অপহরণ মমালায় মঙ্গলবার (৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সোহরাব হোসেন পলাশ।
এর আগে গত ১২ জুন অপহরণের ঘটনা ঘটেছে বলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীর বাবা ২২ জুন মামলা দায়ের করেন। এর আগে গত ২৫ মার্চ তাদের বিয়ে হয় বলে জাগো নিউজকে জানান, জামিন আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন পলাশ। তিনি জানান, ওই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করার পর এই আদেশ দেন আদালত।
আরও পড়ুন> খন্দকার মুশতাককে তালাক দিলেন মতিঝিল আইডিয়ালের সেই ছাত্রী
অপ্রাপ্তবয়স্ক ছাত্রীর সঙ্গে পরিচালনা পর্ষদের প্রবীণ একজন সদস্যের সম্পর্কের বিষয়টি ফাঁস হওয়ার পর ফুঁসে উঠেন প্রতিষ্ঠানটির অভিভাবকরা। তারা এ ঘটনার বিচার দাবি করেন।
পরিস্থিতি সামাল দিতে গেলো ৩১ মে পরিচালনা পর্ষদের সভায় বিস্তারিত আলোচনা শেষে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে কমিটি প্রতিবেদনে জমা দিয়েছে কি না তা জানা যায়নি।
এফএইচ/এসএনআর/জিকেএস