সুপ্রিম কোর্টে প্রদর্শিত হবে ‘চিরঞ্জীব মুজিব’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৩

শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এবং লিটন হায়দার প্রযোজিত জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে প্রদর্শন করা হবে।

শনিবার (৫ আগস্ট) সুপ্রিম কোর্ট বারের সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> ছাড়পত্র পেলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’

তিনি জানান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সৌজন্যে আগামী মঙ্গলবার (৮ আগস্ট) ও বুধবার (৯ আগস্ট) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শফিউর রহমান মিলনায়তনে ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হবে।

আইনজীবীদের ‘চিরঞ্জীব মুজিব’ দেখার জন্য অনুরোধ জানিয়ে কে কোনদিন দেখবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদককের কক্ষে রক্ষিত খাতায় দিন অনুসারে নাম, মোবাইল নাম্বার এন্ট্রি করার আহ্বান জানান আইনজীবী জেসমিন সুলতানা।

এফএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।