কুমিল্লায় গিয়ে পদযাত্রা করলেন সরকারবিরোধী আইনজীবীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষায় বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সমর্থক আইনজীবীদের নিয়ে গঠিত সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের (ইউএলএফ) উদ্যোগে কুমিল্লা শহরে অনুষ্ঠিত হয়েছে পদযাত্রা।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইউএলএফ-এর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিএনপির মহানগর কার্যালয়ের সামনে আইনজীবীদের সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউএলএফ কুমিল্লা ইউনিটের কনভেনর এবং কুমিল্লা বারের সাবেক পাঁচ বারের সভাপতি অ্যাডভোকেট মো. ইসমাইল। বক্তব্য রাখেন ইউএলএফের কেন্দ্রীয় কনভেনর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং ইউএলএফের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল।

jagonews24

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউএলএফের কেন্দ্রীয় সদস্য আইনজীবী কেএম জাবির, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল এবং আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিটের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাইমুল হক রিংকু।

সমাবেশ শেষে আইনজীবীরা পদযাত্রা করতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছেন ইউএলএফ-এর নেতারা। পরে আইনজীবীদের পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা বারের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন ইউএলএফের সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো. কামরুল ইসলাম সজল, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মোরশেদ আল মামুন লিটন, মাহবুবুর রহমান খান, আব্দুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, কে আর খান পাঠান, মো. মাকসুদ উল্লাহ, ফাতেমা আক্তার, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও জামিউল হক ফয়সাল প্রমুখ।

সমাবেশে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাওয়া যাবে না।

কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিচারকরা এখন নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ ঘোষণা করেন। দুদক, পিএসসি, নির্বাচন কমিশনসহ সবাই এখন রাজনীতিবিদ হয়ে গেছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পুলিশ ২০ লাখ রাবার বুলেট কিনেছে। এই বুলেট যদি গণতন্ত্রপন্থি ও মুক্তিকামী জনতার উপর প্রয়োগ করা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।

এফএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।