বাণিজ্য মেলায় বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’-এর প্যাভিলিয়ন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬-এর জমজমাট আয়োজন প্রতিদিনই দর্শনার্থীর ভিড়ে মুখর। প্রতি বছরের মতো এবারও দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘প্রাণ’ মেলায় অংশ নিয়েছে, শতাধিক নতুন পণ্য ও বিশেষ ছাড়ের অফার নিয়ে।
ঢাকার পূর্বাচলে আয়োজিত মেলায় ‘প্রাণ’ এর ১০টি প্যাভিলিয়ন ও স্টল সাজানো হয়েছে ১ হাজারের বেশি পণ্যের সমাহার নিয়ে। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যের ১৫০টি অফার প্যাকেজ পাওয়া যাচ্ছে।
শতাধিক নতুন পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিস্কুট ও বেকারি, মসলা, দুগ্ধজাত ও ফ্রোজেন খাবার, কোমল পানীয়, নুডলস ও চকলেট।
মেলায় প্রবেশ পথের ডান পাশে দর্শনার্থীদের নজর কাড়ছে জনপ্রিয় বিস্কুট ব্র্যান্ড ‘বিস্ক ক্লাব’-এর প্যাভিলিয়ন। এখানে বিস্কুট ও ‘অলটাইম’ ব্র্যান্ডের বিভিন্ন বেকারি পণ্য প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীরা সর্বনিম্ম ৫০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত ২৭টির বেশি আকর্ষণীয় অফার প্যাকেজ থেকে বিশেষ মূল্যছাড়ে পছন্দমতো পণ্য কিনতে পারবেন।
এ বিষয়ে প্রাণ এর সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আলী হাসান বলেন, ‘দর্শনার্থীরা যেন একই ছাদের নিচ থেকে প্রাণের সব পণ্য সম্পর্কে ধারণা পেতে পারে, সেজন্য আমরা ‘প্রাণ’ নামে একটি প্রিমিয়ার প্যাভিলিয়ন করেছি। মেলায় প্রবেশ করলে উত্তরদিকে মূল ভবনের ঠিক পেছনে ২,৫০০ বর্গফুটের বিশাল এই প্যাভিলিয়নে হাজারের অধিক পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলা উপলক্ষে এই প্যাভিলিয়নে দর্শনার্থীরা ‘প্রাণ’ এর সকল পণ্য অন্তত ১০ শতাংশ ছাড়ে পাচ্ছেন’।
মেলায় প্রাণের অন্যতম আকর্ষণ হলো জনপ্রিয় নুডলস ব্র্যান্ড ‘মি. নুডলস’-এর ১০ নম্বর প্যাভিলিয়নটি। কোরিয়ান স্টাইলের দৃষ্টিনন্দন এই প্যাভিলিয়ন দর্শনার্থীদের জন্য একেবারে ভিন্ন অভিজ্ঞতা এনে দিচ্ছে।
এখান থেকে দর্শনার্থীরা ১০টি ভিন্ন স্বাদের নুডলসের ওপর বিশেষ ছাড় পাচ্ছেন। ১,৪০০ টাকা মূল্যের পণ্য কার্গো বক্স এখন বিশেষ ছাড়ে মাত্র ১,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া, প্যাভিলিয়নটিতে ‘ইন্সট্যান্ট কাপ নুডলস’ উপভোগের সুযোগও রয়েছে, যা দর্শনার্থীদের খুব পছন্দের।
মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য আরও রয়েছে প্রাণের জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ ও ‘ফ্রাই বাকেট’, মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’ এবং ফ্রোজেন আইটেমের ব্র্যান্ড ‘ঝটপট’-এর স্টল। এই স্টলগুলোতে বিশেষ অফার এবং নতুন পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকায় মেলায় আনন্দদায়ক পরিবেশ তৈরি হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন ,‘ নতুন পণ্য ও সেবা মানুষের সামনে তুলে ধরার জন্য বাণিজ্য মেলা একটি দারুণ প্ল্যাটফর্ম। এবারও আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য নিয়ে অংশ নিয়েছি। বিশেষ অফার ও প্যাকেজের কারণে ভালো সাড়া পাচ্ছি’।
আরও পড়ুন:
উত্তরায় ইল্লিয়ীন
শীতের কালেকশনে রঙিন ভারগো
এসএকেওয়াই/