হৃত্বিক রোশনের ছবির পোজ দেওয়ার সিক্রেট

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২১ জানুয়ারি ২০২৬

ছবি তুলতে গিয়ে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই - হাত কোথায় রাখব, মুখ কোন দিকে ঘোরাব, হাসব নাকি সিরিয়াস থাকব? ঠিক এই প্রশ্নটাই সম্প্রতি উঠেছিল কাপিল শর্মার শো‘তে। আর সেখানেই বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন এমন একটি উত্তর দেন, যা শুনে দর্শক যেমন হেসেছেন, তেমনি মাথায় ঢুকে গেছে সহজ একটা ফর্মুলা।

কাপিল শর্মা জানতে চান - এত নিখুঁত ছবি কীভাবে আসে? তখন হৃত্বিক বলেন, ছবি ভালো আসার আসল রহস্য পোজে নয়, অনুভূতিতে। তিনি জানান - যেটা দেখাতে চান, আগে সেটা অনুভব করুন।

হৃত্বিক রোশানের কথায়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুধু মুখ বানালেই হবে না। আপনি ছবিতে যে আবেগ বা ভাবটা তুলে ধরতে চান, সেটা আগে নিজের ভেতরে অনুভব করতে হবে।

হৃত্বিক রোশনের ছবির পোজ দেওয়ার সিক্রেট

তিনি বলেন, আপনি যদি আত্মবিশ্বাস দেখাতে চান, আগে নিজেকে আত্মবিশ্বাসী ভাবুন। খুশি ছবি চাইলে, মনে মনে আনন্দটা অনুভব করুন। কারণ ক্যামেরা আসলে মুখের রেখা নয়, মনের অবস্থানটাই ধরে ফেলে।

কাপিল শর্মার শোতে হৃত্বিক আরও মজার করে বোঝান - আমরা অনেক সময় ক্যামেরা দেখলেই শক্ত হয়ে যাই। তখন ছবি হয় কাঠখোট্টা। কিন্তু যদি নিজেকে একটু ঢিল দেন, অনুভূতিটাকে সামনে আনেন, তাহলে আলাদা করে পোজ শেখার দরকার পড়ে না।

তার মতে, চোখ, মুখ আর শরীরের ভঙ্গি - সবকিছু স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যায়, যদি অনুভূতিটা সত্যি হয়। তাই ছবি তোলার আগে হৃত্বিকের কথায় এই তিনটা কাজ করে দেখুন

হৃত্বিক রোশনের ছবির পোজ দেওয়ার সিক্রেট

১. ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কী অনুভব করতে চাই?

২. সেই অনুভূতিটা কয়েক সেকেন্ড মনে ধরে রাখুন।

৩. তারপর ক্যামেরার দিকে তাকান। ব্যস।

হৃত্বিক রোশনের ছবির পোজ দেওয়ার সিক্রেট

কাপিল শর্মার শোতে এই কথাগুলো শুনে দর্শকরা যেমন হেসেছেন, তেমনি অনেকেই বুঝে গেছেন - ভালো ছবি আসলে কোনো ম্যাজিক নয়, এটা মনের খেলা।

আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সবাই চায় পারফেক্ট ছবি। কিন্তু হৃত্বিক রোশানের এই টিপস বলছে, ফিল্টার বা অ্যাঙ্গেলের চেয়েও শক্তিশালী হলো আপনার অনুভূতি।

পরের বার ছবি তুলতে গেলে পোজ নিয়ে চিন্তা না করে একবার ভাবুন, আপনি কী অনুভব করছেন। দেখা যাবে, ক্যামেরা আপনাকেই ফলো করছে।

এএমপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।