ইয়ামি গৌতমের ত্বকের রহস্য

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

হক সিনেমায় অভিনয়ের পর ইয়ামি গৌতম প্রশংসার ঢেউয়ে ভাসছেন। আলিয়া ভাট থেকে সাবানা আজমি-সবাই মুগ্ধ তার অভিনয় দেখে। সুন্দরী এই অভিনেত্রী শুধু অভিনয়েই নয়, তার সৌন্দর্য এবং উজ্জ্বল ত্বক ও দর্শকদের হৃদয়ে ঝড় তুলছে। ভক্তরা তাই এখন জানতে চান ইয়ামির উজ্জ্বল ত্বকের রহস্য কী। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজেই এই গোপন রহস্য প্রকাশ করেছেন।

rty

ইয়ামি তার ত্বকের যত্নের জন্য দামি পণ্যের পরিবর্তে প্রাকৃতিক উপাদানে ভরসা রাখেন। তিনি বিশ্বাস করেন, সঠিকভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ত্বক নরম, কোমল ও উজ্জ্বল থাকে, যা কৃত্রিম পণ্যের তুলনায় বেশি কার্যকর ও নিরাপদ। তার স্কিন অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তিনি হলুদ ও মুলতানি মাটির মিশ্রণই বেছে নিয়েছেন।

হলুদের কার্যকারিতা
হলুদে অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো শক্তিশালী উপাদান রয়েছে। এটি ত্বকের প্রদাহ কমায়, ব্রণ ও সংক্রমণ নিয়ন্ত্রণ করে এবং দাগ-ছোপ হালকা করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি ও বার্ধক্য কমাতে সাহায্য করে।

drtyu

মুলতানি মাটির গুণ
মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে, রোমছিদ্র পরিষ্কার রাখে এবং ত্বককে ঠান্ডা রাখে। এটি মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ ও সতেজ দেখায়। তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের জন্য বেশ উপকারী।

হলুদ ও মুলতানি মাটির সংমিশ্রণ
প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে হলুদ ও মুলতানি মাটির সংমিশ্রণ অত্যন্ত কার্যকর। বাড়িতে তৈরি ফেসপ্যাক হিসেবে হলুদ ও মুলতানি মাটির সংমিশ্রণ ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, দাগ ও ছোপ হ্রাস করে, উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং প্রদাহ কমায়। সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা উচিত, কারণ অনেকেরই ত্বকে হলুদ অ্যালার্জি হতে পারে।

cfty

যেভাবে বানাবেন
এটি বানাতে প্রথমে একটি ছোট বাটিতে ১ চা চামচ মুলতানি মাটি নিন। এরপর এর সঙ্গে অল্প পরিমাণ হলুদ গুঁড়া নিয়ে গোলাপ জল বা দুধ যোগ করে একটি ঘন পেস্ট তৈরি করুন।ত্বক ভালোভাবে পরিষ্কার করার পর মুখে এই পেস্ট সমানভাবে লাগান। প্যাকটি প্রায় ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন এবং ত্বক নরম রাখতে প্রয়োজন হলে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

যদিও ইয়ামি গৌতমের স্কিন কেয়ার রুটিন সহজ, তবুও এটি প্রাকৃতিক, কার্যকর এবং ত্বককে সতেজ রাখে। হলুদ ও মুলতানি মাটির এই জাদুকরী সংমিশ্রণ বহু বছর ধরে প্রমাণিত প্রাকৃতিক ত্বক যত্নের উপায়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন:
ত্বকের তারুণ্য ধরে রাখতে পেঁপে ব্যবহার করবেন যেভাবে 
রাত জেগে কাজ করলে ত্বকের যত্ন নেবেন যেভাবে 

এসএকেওয়াই/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।