লন্ডনে ফ্যাশন ব্র্যান্ড ‘নায়িকা’ দিয়ে তানজিয়ার অর্জন

ব্রিটিশ-বাংলাদেশ কাউন্সিল সম্প্রতি ‘বাংলাদেশি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড ২০২২’ আয়োজন করে। যেখানে বাংলাদেশি অর্জনকারীদের দ্বারা লন্ডন প্রজ্বলিত হয়ে উঠে।
২০২২ সালের লন্ডনভিত্তিক বাংলাদেশি ফ্যাশন ডিজাইনারদের জন্য এই সন্ধ্যা ছিল অর্জনের। ‘দ্য বেস্ট ফ্যাশন ডিজাইনার, ইউকে’ অ্যাওয়ার্ডটি জিতে নেন ‘নায়িকা অব লন্ডনের’ প্রতিষ্ঠাতা ও ফ্যাশন ডিজাইনার তানজিয়া তাহসিন সিনহা।
এই ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ডটি বাংলাদেশের ঐতিহ্য ও কারুনৈপুণ্য বিশ্বের দরবারে ফুটিয়ে তোলার উদ্যোগে ২০১৮ সালে যাত্রা শুরু করে।
যাত্রার শুরুতে তাঁত ও সিল্ক নিয়ে কাজ শুরু করলেও, পরবর্তী সময়ে কাজের ব্যাপ্তি বাড়িয়ে মসলিন ও বেনারসিতে হ্যান্ডপেইন্ট মোটিফের দিকে ধাবিত হয়।
এছাড়া ফ্যাশন ডিজাইনার তাঞ্জিয়া ‘নায়িকা ব্যান্ডকে’ ইউনাইটেড নেশনস, জেনেভার বিভিন্ন প্লাটফর্মের সঙ্গেও পরিচয় করিয়ে দেন।
যেমন- মডেস্ট ফ্যাশন লাইফ, ফ্যাশন ফর আ কজ বাই রিওআইয়াত। বিদেশি অনেকেই তাদের আগ্রহ দেখিয়েছেন নায়িকার পণ্যে। যাদের মধ্যে অনেক খ্যাতিমান ব্যক্তিবর্গও আছেন।
ঢাকার গুলশানে অবস্থিত আলনা খেলনা স্টুডিওতে ‘নায়িকার’ পণ্য এখন পাওয়া যাচ্ছে। অনলাইন পেইজের মাধ্যমে অন্যান্য ব্র্যান্ডের পাশাপাশি ‘নায়িকার’ পণ্য সংগ্রহ করা যাচ্ছে।
জেএমএস/এমএস