সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক রাখতে


প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

অফিস এমন একটা জায়গা যেখানে দিনের বেশির ভাগ সময়ই আপনাকে কাটাতে হয়। তাই সহকর্মীদের সঙ্গে সবসময় সময় সুসম্পর্ক বজায় রাখুন। তাহলে দেখবেন আপনার প্রতিদিনের কাজগুলো আরও সহজ হয়ে গেছে।

১. নতুন কর্মক্ষেত্রে আপনার সঙ্গে যারা কাজ করবেন তাদের সঙ্গে সু-সম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন। যদি আপনার সহকর্মীদের মধ্যে একজন বন্ধু খুঁজে পান তাহলে আপনার নতুন পরিবেশে মানিয়ে নিতে কোনো সমস্যাই হবে না।

২. নতুন চাকরিতে নতুন পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে গিয়ে এমন কোনো কিছু করে ফেলবেন না যাতে আপনার ওপর আপনার বস ও সহকর্মীদের একটি বিরূপ ধারণার সৃষ্টি হয়।

৩. অতিরিক্ত আত্মবিশ্বাসী হিসেবে নিজেকে উপস্থাপন করবেন না। নতুন চাকরির ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকর। যে বিষয়টি সম্পর্কে আপনার ভালো ধারনা নেই, তা সহকর্মীদের কাছ থেকে বুঝে নিতে পারেন।

. সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে কখনও মিথ্যার আশ্রয় নেবেন না। সহকর্মীর কোনো ভুল চোখে পড়লে তা শুধরে দেয়া বা প্রয়োজন হলে কর্তৃপক্ষের নজরে আনুন।

৫. আপনার বসের প্রতি শ্রদ্ধাশীল হোন। সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। সহকর্মীরা যদি কোনোরকম সাহায্য চান, যতটা সম্ভব সাহায্য করুন। অধস্তন কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।