ভূমিকম্পে জীবন বাঁচানোর জরুরি টিপস

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ভূমিকম্প হলে মাথার ওপর শক্ত কোনো বস্তু ধরে রাখুন

ভূমিকম্পের ঝুঁকি বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ। এ এমন এক প্রাকৃতিক বিপর্যয় যে, আগাম কোনো পূর্বাভাস পাওয়া সম্ভব নয়। অনেকে জানেন না ভূমিকম্পের মুহূর্তে কী করতে হবে। করণীয় জানা থাকলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক ভূমিকম্প হলে কী করবেন

  • ১. ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া যাবে না।
  • ২. ভূমিকম্প হচ্ছে বুঝলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও খালি জায়গায় আশ্রয় নিতে হবে।
  • ৩. উঁচু ভবনে অবস্থান করলে এবং সেখান থেকে বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো বিম বা টেবিলের নিচে অবস্থান নিতে হবে।
  • ৪. গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেটের ভেতরে থাকলে বের হওয়ার জন্য দরজার বা সিড়ির সামনে ভিড় করা যাবে না কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়তে হবে।
  • ৫. ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার ওপর শক্ত বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু ধরে রাখুন।
  • ৬. বহুতল ভবনে থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করুন। তাড়াহুড়া করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন।
  • ৭. গাড়িতে থাকলে সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাবেন। পারলে খোলা জায়গায় থামান। ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।
  • ৮. মুঠোফোনে ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নম্বরগুলো আগাম সতর্কতা হিসেবে রেখে দিন, বিপদের সময় কাজে লাগবে।
  • ৯. সুইচের কাছে থাকলে ফ্যান বা বৈদ্যুতিক জিনিসপত্র বন্ধ করে দিন। এছাড়া গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন।
  • ১০. একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। এভাবে পরপর ছোট ভূমিকম্পকে বলে ‘আফটার শক’। এই সময়ে আতঙ্কিত না হয়ে, সর্তক থাকুন।

সূত্র: আমেরিকান রেডক্রস, বাংলাদেশ ফায়ার সার্ভিস

এসএকেওয়াই/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।