শিশুর পেটব্যথার কারণ ও প্রতিকার


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২২ আগস্ট ২০১৬

খাবারের প্রতি অনীহা থাকে বেশিরভাগ শিশুরই। কিন্তু তাদেরই আবার আইসক্রিম, চকোলেট বা ফাস্টফুডজাতীয় খাবার দিলে আর কথা নেই। খুশিমনে সব চেটেপুটে খায়। কিন্তু শিশুর স্বাস্থ্যের জন্য তা উপকারী নয়। অনিয়মিত খাওয়াদাওয়া, অস্বাস্থ্যকর খাবার খাওয়া শিশুর পেটে ব্যথার কারণ হতে পারে। আর এসব কারণে শিশুকে প্রায় সময়ই পেটব্যথায় ভুগতে দেখা যায়। তাই শিশুর পেট ব্যথা হলে তার কারণ জেনে নিয়ে তার প্রতিকার করা জরুরি।

পুরো পেট বা পেটের অর্ধেকের বেশি অংশ জুড়ে ব্যথা থাকলে বুঝতে হবে স্টমাক ভাইরাস, বদহজম, গ্যাস বা পায়খানার সমস্যা। যদি পেট মোচড় দেয় তবে তা গ্যাস এর জন্য হতে পারে।

পেট যদি কামড়ায় এবং হঠাৎ ব্যথা শুরু হয় এবং হঠাৎ ভালো হয়ে যায়। তারপর আবার শুরু হয়। এটাকে বলা হয় ‘ওয়েবি পেইন’। এই ব্যথা প্রায়শই মারাত্মক হয়ে থাকে। শিশু যদি অর্ধেক পেটের একটি নির্দিষ্ট জায়গায় ব্যথা চিহ্নিত করে তবে তা এপেন্ডিসাইটিস অথবা পিত্তথলীয় সমস্যা। পেটের আলসারজনিত সমস্যাও হতে পারে।

শিশু কথা বলতে না পারলে তার পেটে ব্যথা আছে কিনা তা বোঝা কষ্টকর। এক্ষেত্রে বাবা-মায়ের দায়িত্ব থাকবে ভালোভাবে পর্যবেক্ষণ করার।

বাচ্চা যদি কান্নাকাটি করতে থাকে। পা উপরে তুলে পেটের দিকে নিয়ে আসে। অথবা বাচ্চার খাবারের পরিমাণ কমে গেলে বুঝতে হবে সে কোনো সমস্যায় আছে। এসময় ব্যথা কমানোর জন্য জরুরি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চর্বিযুক্ত খাবার তাৎক্ষণিকভাবে বন্ধ রাখবেন। টমেটো, লেবুজাতীয় খাবার দেবেন না। চকোলেট ও অন্যান্য দুগ্ধজাতীয় খাবারও বন্ধ রাখতে হবে। অল্প পরিমাণ খাবার বার বার খাওয়াতে হবে। প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়ালে উপকারে আসবে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।