চুল সোজা করার সবচেয়ে সহজ উপায়


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬
মডেল : নওরিন

দীর্ঘ, উজ্জ্বল, সোজা চুল পেতে চান অনেকেই। আর তাই অনেকে রিবন্ডিং করেন। কিন্তু তাতে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের ফলে থাকে চুল পড়ে যাওয়াসহ নানা ভয়। তবে এমন একটি উপায় আছে, যার মাধ্যমে আপনি কোনোরকম ঝুঁকি ছাড়াই একগোছা সোজা চুল পেতে পারেন। ঘরের একটি উপাদান যদি আপনার চুলের সোজা ভাব ফিরিয়ে আনতে পারে তবে মন্দ কী। চলুন জেনে নিই-

যা লাগবে :
১. একটি খালি স্প্রের বোতল ও
২. তরল দুধ।

প্রণালি :
১. একটি খালি স্প্রের বোতল নিন। এটিকে তরল দুধ দ্বারা পূর্ণ করুন। চুলের জন্য ফুল ক্রিম দুধ খুবই উপকারী।

২. সমস্ত চুলে এটি স্প্রে করুন, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত।

৩. মোটা দাঁতের ব্রাশ দিয়ে চুল আঁচড়ান।

৪. আগা থেকে গোড়া পর্যন্ত চুল ম্যাসাজ করুন

৫. ১৫ থেকে ২০ মিনিট পরে চুলে শ্যাম্পু করুন

৬. শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন।

চুল শুকানোর পর নিজের চুলের সোজা আর মসৃণ ভাব দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।

এইচএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।