গড়ন বুঝে পোশাক
পোশাক মানুষের বাহ্যিক রূপকে তুলে ধরে। তবে আপনার গড়ন অনুযায়ী পোশাক না পরলে তা সম্পূর্ণ বেমানান। তাই আগে আপনি বুঝুন কোথায় কোন পোশাকটিতে আপনি আরাম পাচ্ছেন। নিজের স্বস্তি ও আরাম বুঝে পোশাক পরুন। তবে খেয়াল রাখুন সেই পোশাকে যেন আপনাকে আপনার মতো করে ফুটিয়ে তোলে।
আপনার উচ্চতা কম হলে সালোয়ার বা প্যান্ট খুব বেশি ঢোলা পরবেন না, তাতে আরও খাটো দেখাবে আবার খুব লম্বা, ঝোলা টাইপের কামিজ পরবেন না। এতে আপনাকে আরও মোটা লাগতে পারে। আবার খুব খাটো পোশাক পরলেও কিন্তু দৃষ্টিকটু লাগবে। উচ্চতা কম হলে বা শরীরের নিম্ন অংশ তুলনামূলক ছোট হলে পরার জন্য বেছে নিন লম্বায় মাঝারি সাইজের পোশাক।
ছেলেরা এবং মেয়েরা উভয়েই লম্বালম্বি সরু স্ট্রাইপের পোশাক বেছে নিন। ওজন কম মনে হবে আবার লম্বাও দেখাবে বেশ। কামিজে কাজ থাকলে তা যেন লম্বালম্বি হয়। আড়াআড়ি নকশাযুক্ত পোশাক এড়িয়ে চলুন । নকশার কারণে পোশাক ভারী লাগে দেখতে, আর ভারী গড়নের শরীরে তা মানায়ও না।
যাদের শরীরের নিচের অংশ উপরের তুলনায় বেশি ভারী, তারা এমন পোশাক পরলে ভালো দেখায় যা ভারী অংশটি একেবারেই ঢেকে ফেলে। এক্ষেত্রে কামিজ বা পাঞ্জাবী পরুন একটু লম্বা ঝুলের এবং গাঢ় রঙের। সালোয়ারের ক্ষেত্রে ঢিলেঢালার পরিবর্তে মাঝারি রকমের চাপা সালোয়ার পরুন । সামনে-পেছনে অল্প কুঁচি দিতে পারেন তাহলে বেশি চাপাও হবেনা, আবার খুব ঢিলাও লাগবে না। নিচে চওড়া নকশার কাজ এড়িয়ে চলুন। একই রঙের কামিজ ও পায়জামা পরুন এতে আপনার মোটা গড়ন অনেকটাই ঢাকা পড়বে।
জিন্স পরতে চাইলে স্ট্রেইট কাটের, ন্যারো কাট একদম পরবেন না। টাইটস, লেংগিস বা জেংগিস পরতে পারেন কামিজের সাথে। স্লিভলেস না পরাই ভালো। ছোট হাতার কামিজের পরিবর্তে থ্রি কোয়ার্টার পরুন, মোটা কম লাগবে। এটা ফ্যাশনেবলও, দেখতে স্মার্ট লাগবে।
বড় ঘেরের কামিজ এড়িয়ে চলুন। স্ট্রেইট অল্প ঘেরের কামিজ পরলে তত মোটা মনে হবে না। মোটা মানুষেরা আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের পোশাক পরবেন না একেবারেই। অপরদিকে যারা বেশি চিকন বা লম্বা, তারা পরুন আড়াআড়ি স্ট্রাইপ বা বড় প্রিন্টের পোশাক। এতে আপনাকে তুলনামূলকভাবে মোটা দেখাবে।
থ্রি কোয়ার্টার রয়েছে হাল ফ্যাশনের হাতায়। তাই মোটা মেয়েরা নিশ্চিন্তে পরুন থ্রিকোয়ার্টার হাতার পোশাক, হতে পারে সেটা কামিজ, ফতুয়া বা টপস।
এইচএন/এমএস