ফ্যাশনে স্বাধীনতা দিবস


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৬ মার্চ ২০১৫

স্বাধীনতা দিবসকে বাঙালি জাতি দীর্ঘ ৪৩ বছর ধরে পরম আনন্দে উৎসবী আমেজে নিজের মতো করে উদযাপন করে আসছে। শিল্প, সাহিত্য, কবিতা, গল্প, সঙ্গীত, চিত্রকলা, নাটক, চলচ্চিত্র এবং ফ্যাশনসহ নানা অনুুষঙ্গে স্বাধীনতা দিবসের লাল সবুজের রঙে গাথা বাংলার ছন্দময়, সুরেলা আবেশ যেন বুকজুড়ে ছড়িয়ে পড়ে। বাঙালি সংস্কৃতির সব শাখাতেই রয়েছে স্বাধীনতা দিবসের আকণ্ঠ প্রভাব। যে প্রভাবের স্পর্শ ফ্যাশনধারাকেও করেছে উজ্জীবিত।

নগর জীবনের দিকে দৃষ্টি রাখলেই এর প্রতিবিম্বটা চোখে পড়বে। সব বয়সের বাঙালি নারী-পুরুষের মধ্যেই স্বাধীনতা দিবসের ছাপটা বিশেষভাবে লক্ষণীয়। শাড়ি থ্রিপিস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, ট্রিশার্টসহ সব ধরনের পোশাকেই স্বাধীনতা দিবসে বাংলার প্রতিকৃতি লাল-সবুজের পতাকা অঙ্কিত হয়ে যেন প্রতিটা পোশাকই হয়ে ওঠে এক একটি পতাকা। ইতিহাসের এই অবিস্মরণীয় দিনটিকে মহিমান্বিত করে তোলার লক্ষ্যে ফ্যাশন ডিজাইনাররাও কবিতার পঙ্ক্তিমালা থেকে শুরু করে নানা বিষয় তুলির আঁচড়ে উৎকীর্ণ করেন। পোশাকের বুকে উদ্ভাসিত হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অবিনশ্বর পঙ্ক্তিগাথা এবং মুক্তিযোদ্ধার প্রতিকৃতিসহ মুক্তিযুদ্ধের চেতনা হৃদ্য নানা চিত্র।

সব মিলিয়ে বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রতিটা মুহূর্তকে ফ্যাশনধারায় এক অন্য মাত্রায় চিত্রিত হতে দেখা যায়। যা বাঙালীর চির স্বাধীনচেতা বৈশিষ্ট্যেরই প্রতিচ্ছবি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের নয় মাসে যে নির্মমতা দেখিয়েছিল পাক হানাদার বাহিনী সেই নির্মমতার গহনে যেমন লিপিবদ্ধ হয়েছে অজস্র এলিজি। রচিত হয়েছে মন খারাপ করা এপিটাক। পাশাপাশি নয় মাস যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের পর একইভাবে রচিত হয়েছে অসংখ্য অজস্ত্র বিজয়গাথাও। আর এই বিজয়গাথার মুকুটে আরও একটি স্বর্ণোজ্জ্বল পালক গুঁজে দিয়েছে বাংলার চিরায়ত সংস্কৃতির মন্ত্রে সিক্ত ফ্যাশনধারা।

এবারের স্বাধীনতা দিবসের উৎসবটা ভিন্ন এক মাত্রায় উপস্থিত হয়েছে ফ্যাশনপ্রিয় বাঙালির জীবনে। এরই মধ্যে স্বাধীনতা দিবসের ড্রেস কালেকশনের লক্ষ্যে তরুণ-তরুণীসহ সবার মধ্যেই বিপুল আগ্রহের ছাপ পরিলক্ষিত হচ্ছে। বুটিক শপগুলোতে চলছে কেনা কাটার ধুম।

তরুণ-তরুণীদের মধ্যে ট্রিশার্ট এবং ফতুয়ার চাহিদা বেশি হলেও পাঞ্জাবি, থ্রিপিস, শাড়ি উত্তরীয়, শোপিস ও রুমালের চাহিদাও কম নয়। তবে প্রতিটা ড্রেসেই থাকছে ভিন্ন ভিন্ন ডিজাইনে নানা সবুজের ছোঁয়া। প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসগুলো স্বাধীনতা দিবসের ড্রেসে আউটলেটগুলো ইতোমধ্যে সাজিয়ে তুলেছে। ড্রেসের সঙ্গে থাকছে নানা রকম শোপিসও। বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ একটি আমোঘ দিন। যে দিনটিকে ঘিরে সমগ্র বাঙালি জাতি হয়ে ওঠে আবেগাপ্লুত। আবেগের এই স্পন্দিত আবহটা এবারের ২৬ মার্চেও থাকবে বর্ণোজ্জ্বল গুঞ্জনে মুখর।

এইচএন/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।