ব্র্যান্ড কিউতে ঈদের ছোঁয়া
বিশ্বসেরা জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্ট এক ছাদের নিচে নিয়ে এসে সুনাম কুড়িয়েছে ব্র্যান্ড কিউ। সারা বছরের লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি এখন ব্র্যান্ড কিউতে লেগেছে ঈদের ছোঁয়া।
এই সময়ে ব্র্যান্ড কিউয়ে পাচ্ছেন আন্তর্জাতিক ব্র্যান্ডের ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, জিন্স, গ্যাবার্ডিন, ফ্যাশন এক্সেসরিজ ইত্যাদি। মেয়েদের ফ্যাশনেবল অনুষঙ্গেরও কমতি নেই। সালোয়ার-কামিজ, কুর্তি, জিন্স, টপস, প্লাজো, ওড়না, ফতুয়া, শার্ট, টি-শার্ট থেকে শুরু করে ব্যাগ এক্সেসরিজ সব রয়েছে। রয়েছে জুতা, অর্নামেন্টস ইত্যাদিও।
যোগাযোগ- ব্র্যান্ড কিউ, দোকান নং-২১, ২২, ২৩, লেভেল-১, যমুনা ফিউচার পার্ক, বারিধারা, ঢাকা-১২২৯। মোবাইল : ০১৭১২০৪৭৭৩০।
এইচএন/আরআইপি