ট্রাস্ট মার্টের ঈদ প্রস্তুতি


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৭ মে ২০১৭

ঈদের আয়োজনে সাজতে শুরু করেছে দেশসেরা সব ফ্যাশন আঙিনা। বাদ নেই যমুনা ফিউচার পার্কের ব্যস্ততম লাইফস্টাইল স্টোর ট্রাস্ট মার্টও। ঈদকে সামনে রেখে ট্রেন্ডি সব পোশাকে সেজেছে লাইফস্টাইল ও ফ্যাশন জোন ট্রাস্ট মার্ট।

ট্রাস্ট মার্টের পোশাকের মধ্যে রয়েছে ছেলেদের জন্য স্যুট-ব্লেজার, শার্ট, টি-শার্ট, জিন্স, গ্যাবার্ডিন, ফ্যাশন এক্সেসরিজ ইত্যাদি। মেয়েদের জন্য রয়েছে কুর্তি, জিন্স, টপস, সালোয়ার কামিজ, প্লাজো, ওড়না, ফতুয়া, শার্ট, টি-শার্ট থেকে শুরু করে ব্যাগ এক্সেসরিজ।  ট্রাস্ট মার্টের বিশেষ আয়োজন হিসেবে রয়েছে শেরওয়ানী, পাঞ্জাবি, পাগড়ি, নাগ্রা, গাউন, লেহেঙ্গাসহ এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন। রয়েছে পারফিউম, বডি স্প্রে ইত্যাদিসহ এক ছাদের নিচে ফ্যাশনের সব আয়োজন।

যোগাযোগ : ট্রাস্ট মার্ট, লেভেল-জিএফ, দোকান নং- ১৮, ১৯, ২০ (গ্রাউন্ড ফ্লোর), যমুনা ফিউচার পার্ক, বারিধারা, ঢাকা-১২২৯। মোবাইল: ০১৭১২০৪৭৭৩০। এছাড়াও ট্রাস্ট মার্টের আরো দুটি সহযোগী প্রতিষ্ঠান প্যারিস গ্যালারি এবং মডলিন ফ্যাশন ওয়ার্ল্ডেও পাওয়া যাচ্ছে বৈচিত্র্যপূর্ণ সব সংগ্রহ।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।