ছেলেরা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করবেন


প্রকাশিত: ০৮:০৫ এএম, ১১ মে ২০১৫

রোদ আর ধুলোবালির কারণে ত্বকের উজ্জ্বলতা হারানোর ভয় সবচেয়ে বেশি থাকে ছেলেদের। দিনের বেশিরভাগ সময় বাইরে থাকার কারণে নিজের ত্বকের দিকে নজর দেয়ার সময় তাদের খুব একটা থাকে না। যার ফলে ধীরে ধীরে ত্বক তার উজ্জলতা হারাতে থাকে। তাই সপ্তাহে অন্তত একদিন কিছুটা সময় নিজের জন্য রেখে ছেলেদেরও রূপচর্চা করাটা জরুরি। চলুন জেনে নেয়া যাক, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ছেলেরা কী করবেন-

১. ত্বকের রঙ সুন্দর করতে হলুদ বাটা ও চন্দনের গুঁড়া মিশিয়ে তা মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন ৩০ মিনিট পর।
২. কাঁচা হলুদ বাটা, ময়দা ও দুধের সর একসঙ্গে মিশিয়ে ভালো করে মুখে মাখুন। এরপর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
৩. মধু, জলপাই তেল, চন্দন বাটা ও এক চিমটে হলুদের মিশ্রণ মুখে মাখালে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
৪. শসার রস মুখে লাগিয়ে ৫-৭ মিনিট রাখার পর এক কাপ পানিতে অর্ধেক পরিমাণ লেবুর রস মিশিয়ে সে পানিতে তুলা ভিজিয়ে তা দিয়ে শসার রস তুলে ফেলুন।
৫. তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে সারা মুখে মেখে রাখুন। তারপর কয়েক মিনিট পর ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন।
৬. গোলাপ, পুদিনা, আমলা, বাঁধাকপি ও শসার নির্যাস একসঙ্গে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে তা ত্বককে মসৃণ করে তোলে।
৭. ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে আমন্ড, বাদামি গোলাপের পাপড়ি এবং দুধের সর দিয়ে বেটে মুখে লাগান।
৮. ত্বককে টানটান করার জন্য লেবুর খোসা ঘষুন। লেবুর খোসার উপস্থিত অ্যাসিটনজেন্ট লোমকূপ বন্ধ করে ত্বককে টানটান করে তুলবে।
৯. রোদে বের হওয়ার সময় সানগ্লাস ব্যবহার করুন। সেটি যেন হয় অতিবেগুনি রশ্মি প্রতিরোধক।
১০. সপ্তাহে একবার ভালো মানের প্রডাক্ট দিয়ে স্ক্র্যাব করা প্রয়োজন।
১১. প্রয়োজন যতটা সম্ভব বেশি পানি পান করা। ত্বক যেন কখনও শুষ্ক না হয়।
১২. দুই চা চামচ দুধের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়া মিশিয়ে নিতে হবে। তারপর তাতে তুলা ভিজিয়ে মুখ পরিষ্কার করতে হবে। ত্বক পরিষ্কার করার জন্য দুধ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে তুলায় ভিজিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।