খাবার নিরাপদ রাখার ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৭ জুন ২০২০

আজ ৭ জুন। নিরাপদ খাদ্য দিবস। এ বছরের মূল প্রতিপাদ্য হলো, “নিরাপদ খাদ্য, প্রত্যেকের অংশগ্রহণ”। অর্থাৎ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে খাদ্য শৃঙ্ক্ষলের সাথে সংযুক্ত সবার প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি। খাদ্য শৃঙ্খলসংশ্লিষ্ট যে কেউ খাদ্যকে অনিরাপদ করতে পারে। খাদ্য দিবসে খাদ্য খাদ্য নিরাপদ রাখার চাবিকাঠিগুলো কী কী সেগুলো সম্পর্কে সম্যক ধারণা দেয়ার চেষ্টা করবো। এবার তাহলে জেনে নেয়া যাক খাদ্য নিরাপদ রাখার ৫টি উপায় সম্পর্কে। জানাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মোঃ বিল্লাল হোসেন-

jagonews24

পরিষ্কার রাখুন
* খাবার তৈরির পূর্বে ও খাবার তৈরির সময় সাবান ও পানি দিয়ে হাত ধৌত করুন।
* টয়লেট ব্যবহারের পর হাত ধৌত করুন।
* খাবার তৈরিতে ব্যবহৃত জিনিসপত্র ও রান্নাঘর নিয়মিত ধৌত করুন।
* বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও পোকামাকড় থেকে রান্নাঘর সুরক্ষিত রাখুন।

jagonews24

কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখুন
* কাঁচামাংস ও মাছ অন্যান্য খাবার থেকে আলাদা রাখুন।
* কাঁচামাছ সবজি কাটার জন্য আলাদা ছুরি বা চাকু ব্যবহার করুন
* কাঁচা ও রান্না করা খাবার আলাদা পাত্রে সংরক্ষণ করুন

jagonews24

সঠিক তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে খাবার রান্না করুন
* বিশেষ করে মাছ, মাংস ও ডিম সম্পূর্ণরুপে সিদ্ধ করে রান্না করুন।
* ৭০ ডিগ্রি সেন্টি গ্রেড তাপ মাত্রায় খাবার রান্না করুন।
* বাসি খাবার পুনরায় খাওয়ার আগে ভাল করে তাপ দিয়ে নিন।

jagonews24

নিরাপদ তাপমাত্রায় খাবার রাখুন (৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং ৬০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে)
* রান্না খাবার কক্ষ তাপমাত্রায় ২ ঘণ্টার বেশি রাখবেন না।
* রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণের সময় ৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন।
* রান্না করা খাবার৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে সংরক্ষণ করুন।
* রেফ্রিজারেটরে বেশি সময় ধরে খাবার সংরক্ষণ করবেননা।

jagonews24

নিরাপদ পানি ও নিরাপদ কাঁচামাল ব্যবহার করুন
* নিরাপদ পানি ব্যবহার করুন।
* রান্নায় নিরাপদ ও সতেজ খাবার ব্যবহার করুন।
* কাঁচা ফলমূল ও সবজি খাওয়ার আগে অবশ্যই ধুয়ে নিন।
*মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

আসুন নিরাপদ খাবার খাই, সুস্থ্য থাকি। স্বাস্থ্যবান জাতি গড়তে সহায়তা করি।

এইচএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।