উচ্চ রক্তচাপ থাকলে করোনা থেকে বাঁচতে যা করা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৮ আগস্ট ২০২১

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভুগেন। এটি একটি জটিল মেডিকেল কন্ডিশন হিসেবে বিবেচিত। যা হৃদরোগ, মস্তিষ্ক এবং কিডনির বিভিন্ন রোগের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়।

যারা উচ্চ রক্তচাপে ভুগছেন; তাদের অনেক সময় শ্বাসের সমস্যা, অনিয়মিত হার্টবিট এবং মাথা ব্যথার মতো শাররিক সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ অন্যতম ভয়াবহ কো-মর্বিডিটিসের মধ্যে একটি। যা করোনা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে।

উচ্চ রক্তচাপ আছে এমন কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হলে; তার সংক্রমণ আরও মারাত্মক হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি শারীরিক বিভিন্ন সমস্যা বেড়ে যায়। এজন্য করোনাকালে হাই প্রেসারের রোগীদের উচিত সর্বোচ্চ সতর্ক ও সাবধানে থাকা। করোনার ঝুঁকি এড়াতে এ সময় করণীয়-

jagonews24

রক্তচাপ পরিমাপ: প্রতিদিন নিয়মিত রক্তচাপ মাপতে হবে। একটি খাতায় প্রতিদিনের ফলাফল লিখে রাখতে হবে; যাতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপের পরিমাণ বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

পুষ্টিকর খাবার: আপনি যদি অতিরিক্ত ওজনে ভুগে থাকেন; তাহলে সঠিক খাদ্যাভাস মেনে তা কমিয়ে ফেলুন। মনে রাখবেন, ওজন বাড়লেই কিন্তু রক্তচাপ জনিত সমস্যা বাড়তে পারে।

পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খাবেন। লো-ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট খাবেন। অন্যদিকে স্যাচুরেটেড ফ্যাট কম খাবেন।

jagonews24

এ ছাড়াও যেকোনো খাবার খাওয়ার আগে তাতে কত পরিমাণে প্রোটিন ও ফ্যাট আছে, কত পরিমাণে কার্বোহাইড্রেট আছে ইত্যাদি বিষয় লক্ষ্য রাখুন। পাশাপাশি প্রতিদিন কী পরিমাণ খাবার খাচ্ছেন, তার একটি হিসাব খাতায় লিখে রাখতে পারেন।

হাই প্রেসারের রোগীদের উচিত লবণের পরিমাণ কমিয়ে খাওয়া। লবণ সরাসরি না খেলেও অন্যান্য খাবারের মাধ্যমে তা শরীরে যায়। খেয়াল রাখবেন যেন, সারাদিন ৫ গ্রামের বেশি লবণ না খাওয়া হয়।

মেডিটেশন: হাই প্রেসার থেকে বাঁচতে দুশ্চিন্তা কমাতে হবে। এজন্য প্রয়োজন মেডিটেশন। প্রতিদিন সকালে উঠে নিয়ম করে অবশ্যই মেডিটেশন করুন।

jagonews24

এর ফলে দুশ্চিন্তা কমবে; পাশাপাশি শরীর সুস্থ থাকবে। দুশ্চিন্তা বাড়লেই রক্তচাপ বাড়তে পারে। তাই অবশ্যই মেডিটেশন করুন। এতে অ্যাংজাইটি এবং স্ট্রেসও নিয়ন্ত্রণে থাকবে।

ব্যায়াম করুন: করোনাকালে অনেকেই বাড়িতে বেশি সময় কাটাচ্ছেন। কাজের চাপ এবং ওয়ার্ক ফ্রম হোমের চাপে কিংবা আলসেমী করে অনেকেই নিয়মিত ব্যায়াম করছেন না। তবে শরীর সুস্থ রাখতে এ সময় শরীরচর্চা করতেই হবে।

jagonews24

কার্ডিও এক্সারসাইজ করতে হবে। আপনি ইউটিউবে এ রকম ভিডিও পেয়ে যাবেন। তবে সেই ব্যায়াম করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রতিদিন অন্তত আধা ঘণ্টা ব্যায়াম করার চেষ্টা করুন। পাশাপাশি আধা ঘণ্টা হাঁটাহাঁটি করুন।

মদ্যপান ও ধূমপান পরিহার: উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলে; মদ্যপান বা ধূমপানের অভ্যাস পরিহার করুন। করোনাকালে এর ফল আরও ভয়াবহ আকার নিতে পারে।

jagonews24

একে তো হাই প্রেসার, তার উপরে যদি আপনি ধূমপায়ী হন; তাহলে করোনায় আক্রান্ত হলে বিপদের ঝুঁকি অনেক বেশি। তাই মদ্যপান বা ধূমপানের অভ্যাস বাদ দিতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।