সেলফিতে বাড়ে মানসিক রোগ


প্রকাশিত: ০২:১৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৪

২০১৩ সালের সর্বাধিক ব্যবহৃত নতুন শব্দ হিসেবে অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা করে নিয়েছিল সেলফি। নিজের ছবি নিজে তোলার পদ্ধতি সেলফির সেই ঝড় এখনো বইছে। ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ মেললেই এর প্রমাণ মেলে।

মোবাইলের ক্যামেরা চালাতে পারে এমন শিশু থেকে শুরু করে বুড়ো বয়সী সবার মধ্যেই সেলফির প্রবণতা এতটাই যে, সেলফিকে নিয়ে গান থেকে শুরু করে নাটক পর্যন্ত রচিত হয়েছে। অনেকের ভাষায়, সেলফি একাকীত্ব দূর করে।

তবে সম্প্রতি মনোচিকিৎসক এবং মানসিক স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের গবেষণায় যা উঠে এল, তা সত্যিই আঁতকে ওঠার মতো। তাদের মতে, সেলফি কোনো ব্যক্তিকে আত্মমগ্নতার পথে ঠেলে দেয় এবং তার দৃষ্টিভঙ্গিতে হতাশার প্রলেপ এঁকে দেয়। এটি মানসিক রোগের সৃষ্টি করে।

যুক্তরাজ্যের মনোচিকিৎসক ডেভিদ ভিয়াল বলেন, মানসিক সমস্যা নিয়ে যেসব রোগী আমার কাছে আসেন, তাদের প্রতি তিনজনের দুইজন এমন ব্যক্তি যারা প্রায়ই সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থাকেন।

সানডে মিররকে ভিয়াল আরো বলেন, এ সব রোগীর কাছে তাদের অস্বাভাবিক আচরণের কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন বেরিয়ে আসে যে, অতিরিক্ত সেলফি তোলার প্রভাবেই তাদের মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে। -  দি ডেইলি মিরর/ওয়ার্ল্ডট্রুথ ডট টিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।