ডায়াবেটিস রোগীরা চোখে ছানি পড়া ঠেকাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩

বর্তমানে কম বয়সীদের ছানি পড়ার অন্যতম কারণ হলো ডায়াবেটিস। এছাড়া সূর্যের অতিবেগগুনি রশ্মির প্রভাবে চোখের লেন্স ঝাপসা হয়ে যেতে পারে। বংশগত কারণেও অনেকের অল্প বয়সে ছানি পড়ে।

চিকিৎসকদের মতে, অল্প বয়সে ছানি পড়ার আর একটা বড় কারণ অ্যাটোপিক ডার্মাটাইটিস। আবার যাদের হাই মাইনাস পাওয়ার অর্থাৎ উচ্চ স্তরের হাই মাইয়োপিয়া আছে, তাদেরও কম বয়সে ছানি পড়ার ঝুঁকি বেশি।

আরও পড়ুন: কোভিডের নতুন উপরূপ জেএন.১ কতটা ভয়ংকর? 

ছানি পড়ার প্রধান উপসর্গ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া। চারদিকের জেল্লা যেন কমে যায়, আলোর ঔজ্জ্বল্য চোখে পড়ে না। অনেক ক্ষেত্রেই সাদা জিনিস ধূসর লাগে।

ছানি পড়লে অল্প আলোয় দেখতে ভীষণ অসুবিধা হয়। ক্রমশ কাছের জিনিস দেখতে ও লেখা পড়তে অসুবিধা হয়, চশমার পাওয়ার বদলেও কোনো লাভ হয় না।

আরও পড়ুন: মুখে যে ৫ লক্ষণ দেখলে ধূমপায়ীরা সতর্ক হবেন 

কীভাবে ছানি আটকানো সম্ভব?

>> ছানি প্রতিরোধ করতে অন্তত একবার চোখ পরীক্ষা করানো উচিত।

>> যাদের চোখের সমস্যা আছে তাদের নিয়মিত চক্ষু চিকিৎসকের কাছে যাওয়া দরকার।

>> ডায়াবেটিস থাকলেও সতর্ক হোন। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন।

>> ফ্যাশনের জন্য কম দামি রোদচশমা নয়, রোদে বের হলে ইউভি প্রতিরোধী চশমা পরুন।

সূত্র: মায়ো ক্লিনিক

জেএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।