আনিস ফারদীনের কবিতা

নিদাগ হৃদয়ে হাঁসফাঁস এবং অন্যান্য

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

নিদাগ হৃদয়ে হাঁসফাঁস

সুগন্ধির বদলে মিলে বীভৎস গন্ধ
তীব্র পচা কোনো গন্ধ
কোথাও যেন পচে যাচ্ছে সব
পচে যাচ্ছে মানুষ, বিবেক, মানবতা, সম্পর্ক।

ঘরের কার্নিশের চড়ুই টের পায় সব
প্রজাপতিরা ছাড়ে ফুলের রাজ্য
ধবধবে সাদায় মিলে ছোপ-ছোপ দাগ
ভেসে আসে নিদাগ হৃদয়ের তীব্র হাঁসফাঁস।

আদুরে আলোয় দগ্ধ শরীর,
মায়াভরা চোখে আজ বিষণ্ন বিরক্তি
কদম, ছাতিমের হারানো ঘ্রাণের বদলে
নাকে লাগে অভিশপ্ত সময়ের পচা গন্ধ।

****

ঘুমহীন বিষণ্ন রাত্রি-দিন

মনে চলছে শৈত্যপ্রবাহ, হিম শীতল ঠান্ডা
আবেগে জমছে বরফ, কিনারাহীন সময়ে;
অনর্গল তর্কের প্রাচীরে একরাশ নীরবতা
শ্যাওলা জমা দেওয়ালে অনিচ্ছার শিশির।

মায়ার সুতোতে জড়ায় বিউগল সব সুর
গাছের পাতার মতো ঝরে পড়ে মায়ার মেদ;
জানালা কপাটহীন সাজানো কোনো ঘরে
উষ্ণতার আগল খোঁজে পাতা কুড়ানির দল।

আবহাওয়ার পূর্বাভাসে শৈত্যপ্রবাহ বাড়ে
সাথে বাড়ে যোজন যোজন ক্রোশ দূরত্ব;
দূরত্ব বাড়ে গাছের সাথে পাতার, শেকড়ের,
মনের সাথে ঘুমহীন বিষণ্ন এক রাত্রি-দিনের।

****

অনুভব

ওই যে দেখো নাটাই ছাড়া ঘুড়ি
বিশাল আকাশটাই যার সব;
তুমি তাকে আপন যতই ভাবো
বিন্দুমাত্র তার নেই অনুভব!

****

পর

যে পাখি প্রতীক্ষায় ছিল বৃষ্টির
বৃষ্টি এসে ভেঙে দিলো তার ঘর;
যাকে চেয়ে কাটতো দিন-রজনী
আচমকা সে করে দিলো পর!

****

ভুল আকাশ

যাকে তোমার আকাশ ভাবছো
সে ভাবছে না কিছু;
তাকে মনটা তোমার বর্গা দিতে
নিচ্ছো কেন পিছু?

****

ধুলির ঝড়

ফুল বিছিয়ে যে পথ রাঙাই
সে পথ হয়ে যায় পর;
প্রিয় ভেবে যারে কাছে টানি
সে উড়ায় ধুলির ঝড়।

****

ইজারাদার

মন ইজারা দেওয়ার জন্য
মানুষ খুঁজছে কেউ—
যাকে পায়,
তাকেই নিজের ভেবে নেয় সে।

কিন্তু দেখা গেল—
যে ব্যক্তি মন ইজারা নিলো,
সে প্রকৃত ইজারাদার নয়,
বরং ভাড়াটে।

তার হিসেবের নথিতে জমা
এমন অসংখ্য মন;
নতুন মন তার কাছে
শুধু একটা ফাঁকা অপশন মাত্র।

সে ব্যস্ত আরও বড় প্রকল্পে—
প্রতিদিন ইজারা নিচ্ছে
নতুন নতুন মন।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।