অনিন্দ্য নূরের কবিতা
তুমি গহীন প্রার্থনায় থেকো

বুকের ভেতর আদিম জীবাশ্মের মতো
তুমি এখন বেওয়ারিশ মহীরুহ।
হৃদয় ভরা অন্ধকারের মায়ায়
নীল জোৎস্নার প্রণয়ে অনন্ত ব্যাকুলতা
শুধু তোমাকেই ঘিরে!
আমি ভেতরে ভেতরে প্রচণ্ড বিস্ফোরিত—
এই পথহারা পাণ্ডুর উপখ্যানে
অলৌকিক দিব্য-ধ্যানে ডানাহীন
বিহঙ্গের মতো ঘুরপাক খাচ্ছি
পাপাত্মার মধ্যাকাশের শক্তির বলয়ে।
অথচ ভেতরটা অন্তঃসারশূন্য।
বর্ণিল পৃথিবীর এত রঙের ফোয়ারায়
আমি চির বর্ণান্ধ—পার্থিব সব উপাদান
এখন বিমূর্ত জলছাপ।
পৃথিবীর সব আলো শুষে আমি
অন্ধ মুসাফির অথবা ভুল প্রণয়ের প্রেমিক।
এই তাহাজ্জুত, অভিসার আর প্রার্থনা
তোমার প্রতি আমার—
এক মহাজীবনের সমর্পণ।
এসইউ/জেআইএম