আমিরুল ইসলাম বাপনের কবিতা: বেফাঁস চোখ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ এএম, ১৬ জুন ২০২৫

আমি এখন মানুষ দেখেও ভয় পেয়ে যাই;
যেমন করে সাপ দেখলেই পালিয়ে বেড়াই।
মানুষগুলো মানুষ তো নয় আজ কেমন যেন,
সাপের মতো ফোঁস-ফোঁসে তার ঘ্যানঘ্যান।
কানের মাঝে শুধাই তারে দেখলে বাজে
মানুষগুলো এমন কেন হিংস্র আজে?

মানুষ যেন মানুষ নয় ঠিক হায়েনা ছোটে,
মানুষ দেখে ধড়ফড়ে বুক আঁতকে ওঠে।
চোখের সামনে ছিবড়ে খেয়ে মানুষেরাই;
হায়েনারা আজ ঘুরে ফেরে মানুষ হয়েই।
এসব দেখে মাথা আমার গুলিয়ে যায়,
ঠিক না-থাকা বেফাঁস চোখে যা দেখি ভাই।
হায়েনা-রাজ্যে হিংস্রতাই ঠিক সভ্যতা,
শান্তি-সৃজন হায়েনা-রাজ্যেই হিংস্রতা।

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।