অসুস্থ ও সুস্থ রাজনীতি

অধ্যাপক ড. আলীনূর রহমান
অধ্যাপক ড. আলীনূর রহমান অধ্যাপক ড. আলীনূর রহমান , ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৫ আগস্ট ২০২৫

অসুস্থ ও সুস্থ রাজনীতি

যে করে শুধু রাজনীতি
দুর্নীতিই তার মূলনীতি
বাস্তবে তা সত্যি না হলে
সংসার তার কী করে চলে?

এরা রাজনীতিতে পেশাদার
নিয়মনীতি বহির্ভূত কারবার
সর্বত্র অনিয়ম, দুর্নীতি করে
কালো টাকার পাহাড় গড়ে!

দরিদ্র থেকে হয় জমিদার
বাড়ে চাকচিক্য, অহংকার!
মানুষকে মানুষ নাহি ভাবে
ইচ্ছে, কি করে উপরে যাবে!

ক্ষমতার পট পরিবর্তন হলে
হয় ফেরারি, নতুবা যায় জেলে
পাপ ও অপকর্ম বোঝা নিয়ে
হাজিরা দেয় পরপারে গিয়ে!

যারা করে সুস্থ ধারার রাজনীতি
মেনে চলে সকল নিয়ম-নীতি
তাঁরা হয়তো জমিদারের ছেলে
না হলে তাঁদের সংসার চলে?

জমিদার নন্দন জমিদারি ছেড়ে
পরিচ্ছন্ন বলয়ে রাজনীতি করে
না করে কোন অশুভ চক্রান্ত
অন্যের কল্যাণে হয় সর্বস্বান্ত!

পরকাল নয় দোজখের আঁধার
তাদের জন্য থাকে বড় পুরস্কার
হলেও সীমিত সময়ে সর্বস্বান্ত
পরকালে সুখ শান্তি অফুরন্ত!

এমএমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।