বাংলাদেশ আর তুমি এবং অন্যান্য কবিতা

আবু আফজাল সালেহ
আবু আফজাল সালেহ আবু আফজাল সালেহ , কবি ও প্রাবন্ধিক
প্রকাশিত: ০৬:২১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ আর তুমি

সাঙ্গুর মতো ভালোবাসা নুয়ে পড়েছে আমার হৃদয়ে
কষ্টগুলি পাল তুলেছে বাঁকে বাঁকে
সবুজ বর্ণালির মধ্যে নীল প্রবাহ
সৃষ্টি করেছে রহস্যময়ী অতলান্তিক।

আলোময় তারাদের সরিয়ে
সৃষ্টি হয়েছে যেন মোহনীয় আমাজন
কী অপূর্ব সাঙ্গু! কী অপরূপ বাংলাদেশ!
স্বর্গের দরজা সাঙ্গু
বাংলাদেশের স্বর্গ বান্দরবান
আর তুমি তো আমারই স্বর্গ।

বাংলাদেশ আর তুমি মিলেমিশে একাকার।

****

মজলুমের সংগ্রামের মতো ভালোবাসি

আমাকে মনে রাখে অলৌকিক ভোর
আমাকে মনে রাখে কার্তিকের চাঁদ।

আমি তোমাকে কীভাবে ভালোবাসি?
মজলুম যেমন ন্যায়ের জন্য সংগ্রাম করে
নিঃশ্বাসের মতো ভালোবাসে
কোনো লুকোচুরি নেই।

সৃষ্টিকর্তা যদি শক্তি দেন
তবে, মৃত্যুর পরেও ভালোবেসে যাবো।

****

আমাকে মনে রেখো সোনার মুকুট

আমি কি আভিজাত্যে বন্দি হয়েছি?
হতেও পারে
কোনোদিন তো ভাবিনি এমন
এক শ্রমিক সাহস করে করেছেন এ প্রশ্ন!
তারপরে গভীর অন্ধকারে
বিবেক জাগিয়ে তুলে আনল এ প্রশ্নের প্রতিধ্বনি
একবার দুইবার তিনবার অসংখ্যবার

আসলেই, আমি কী আভিজাত্যে বন্দি হয়েছি?
এমন তো ভাবিনি কোনোদিন!
আসলে, এমন ভাবা কী আগেই উচিত ছিল?

আমাকে মনে রেখো সোনার মুকুট।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।