এম এম উজ্জ্বলের পাঁচটি কাপলেট
এম এম উজ্জ্বল, ফাইল ছবি
০১
বন্য পাখি বনে থাকে তবু থাকে নীড়
হা-ঘরে নগর-রাস্তায় ঘুমের ভিড়।
০২
বহু বাধা ডিঙিয়ে নদী মেলে সাগরে
খাল তো পায় না দেখা মরে হা-হুতাশে।
০৩
ফুল ঝরে গেলেও তা ভালোবাসার প্রতীক
লৌহ স্থায়ী তবু মনে দাগ কাটে না অধিক।
০৪
আলো বিনা অন্ধকার কত না অর্থহীন
আকাশে কাঙ্ক্ষিত চাঁদও সূর্যের অধীন।
০৫
গাছে যত ফল হয়; তত হয় নিচু
মানুষ পুরো উল্টো—ভাবে কত কিছু।
এসইউ