অলোক আচার্যের কবিতা

প্রিয়তমের বুকে ও অন্যান্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

প্রিয়তমের বুকে

প্রিয়তমের বুক থেকে দূরে থাকো
ওই লোমশ বুকে তুমি
ডুবে যেতে পারো ঘ্রাণে বা অঘ্রাণে
দূরে থাকো—
কিছুই হবে না ভেবে সবুজ পাতায়
ছবি আঁকো—
পৌষ পেরিয়ে আবার উজানের বাতাসে
বাঁধা ছিঁড়ে সরে যেতে পারো
দূরে থাকো—
প্রিয়তমের বুক থেকে অনেক দূরে!

****

আগুন

এ আগুন হাতে নিলে
হাত পোড়ে না; পাঁজর পোড়ে
খুলে যায় রাতের বিনুনি। একদা যা তোমার ছিল
বলে আমি মুগ্ধ ছিলাম;
এ আগুন দুপুরের রোদ হয়ে আসে
নীল সে একা শালিকের ডানার মতো
খুঁটেখুঁটে খায় বুক;
এ আগুন হাতে নিলে হাত পোড়ে না
দূর চন্দনের ঘ্রাণ পোড়ে!

****

সন্ধ্যা-বিলাস

বুকের ভেতর জমানো খুচরো সুখ
কতদিন ধরে জমিয়ে
ধরে রাখি সন্ধ্যা বিলাসের মতো!
তখন গাঢ় ঘুমে ডুবে থাকে চাঁদ
ফেরারি নিষিদ্ধ নগরীর বুকে একা হয়ে—
ল্যাম্পপোস্টের উজ্জ্বল আলোয় ছুটে আসা
পোকা মরে পরে থাকে
কখনো ওড়ে না ওরা ফাল্গুনের বাতাসে।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।