অনিরুদ্ধ সাজ্জাদের কিশোর কবিতা
শীত সকালের মায়া এবং অন্যান্য
শীত সকালের মায়া
ভোরবেলা কুয়াশা মাখা, হিমেল হাওয়ার গান,
লেপের তলায় আরাম খুঁজে জুড়ায় আমার প্রাণ।
আলসেমিতে শরীর ভারী, চোখটা বুজে আসে,
রোদের ঝিলিক জানালা দিয়ে আমায় দেখে হাসে।
রান্নাঘরে ধোঁয়া ওঠে, নলেন গুড়ের ঘ্রাণে,
ঘুম ছুটে যায় শীত সকালে চালের পিঠার টানে।
ধোঁয়া ওঠা গরম ভাপে খেজুর রসের স্বাদ,
উলের চাদর জড়িয়ে গায়ে মেটাই মনের সাধ।
কুয়াশাতে ঝাপসা মেঠোপথটি গেছে বেঁকে,
সর্ষে ফুলের হলুদ হাসি দিচ্ছে আমায় ডেকে।
ঘাসের ডগায় শিশিরকণা মুক্তো হয়ে জ্বলে,
ছুটছে ফড়িং দূরের গাঁয়ে রাঙা মাটির তলে।
শিউলিতলায় শিশিরভেজা সাদা ফুলের রাশি,
মিষ্টি রোদের ওম ছড়ানো সুয্যিমামার হাসি।
পায়রাগুলো আকাশজুড়ে আপন মনে ওড়ে,
শীতের মায়ায় পড়তে হলে উঠতে হবে ভোরে।
****
মাটির টানে
পুকুরপাড়ে ঝোঁপের পরে ডাহুক পাখির ডাক
মাথার ওপর নীল আকাশে রঙিন ঘুড়ির ঝাঁক
মেঠোপথের ধারে ধারে সবুজ ঘাসের সারি,
মন চলে যায় দিনগুলোতে আবার দিতে পাড়ি।
দুষ্টু ছেলে আম কুড়োতে ঝড়ের বেগে ছোটে
বিকেলবেলা দলবেঁধে সব সবুজ মাঠে জোটে
কচুর পাতার শিশিরকণা টলমলিয়ে হাসে,
স্মৃতির পাতায় শান্তি খুঁজি মেঠোপথের পাশে।
বাঁশবাগানে জোনাক জ্বলে সাঁজেরবেলা একা
তারার দেশে আলোকরেখায় কালপুরুষের দেখা
পাপড়িমেলা বুনোফুলের পাতার ফাঁকে ফাঁকে,
আঁধার কোণে করুণ সুরে লক্ষ্মীপেঁচা ডাকে।
হিজলতলায় ছায়ায় ঘেরা শান্ত দিঘির জল
নিঝুম রাতে জেগে ওঠে ঝিঁঝির কোলাহল
নদীর ঘাটে বাঁধা তরী ঢেউয়ের তালে দোলে,
রূপকথারা ভিড় করেছে ঠাকুরমায়ের কোলে।
পুরোনো সেই দিনের ছবি বুকের ভেতর চেপে
ইটের খাঁচায় বন্দি জীবন, সময় কাটে মেপে
সময়স্রোতে যাচ্ছে ভেসে হাজার স্মৃতির ভেলা,
খুঁজে ফিরি আমার সুখের রঙিন ছোট্টবেলা।
****
উদাস হাওয়ার গান
মন পবনের নাও ভাসিয়ে যাচ্ছি বহুদূর
দূরের আকাশ ডাক পাঠালো বাজিয়ে তার সুর
সুর মেলালাম ঢেউয়ের তালে নাগেশ্বরীর বাঁকে
বাঁকের মুখে সন্ধ্যাপাখি স্বপ্ন ছবি আঁকে।
ছবি আঁকে জোনাকিরা আঁধার বরণ রাতে
রাতের মায়া কাটিয়ে দেবো নক্ষত্রের সাথে
সাথী আমার পথের ধুলো, সাথী বুনো ফুল
ফুলের গন্ধে মাতাল হাওয়ায় ভাঙে নদীর কূল।
কূল হারানো এই তো আমি, বাউল আমার মন
মনের খাঁচায় পুষছি আমি অবুঝ ভীষণ পণ
পণ করেছি দুখ ছোঁব না, ছোঁব না আর ব্যথা
ব্যথার বদলে বয়ে বেড়াই হাজারও রূপকথা।
কথার পিঠে কথা সাজাই কাব্য করার ছলে
ছলছলানো দিঘির কালোয় চাঁদটা যখন টলে
টলমলে এই জীবন তরী ভাসুক নিরবধি
আমি হবো আপন মনের খরস্রোতা নদী।
এসইউ