পশ্চিমবঙ্গের গবেষক প্রাবন্ধিক প্রভাত কুমার দাসের প্রয়াণ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

পশ্চিমবঙ্গের বিশিষ্ট সম্পাদক-গবেষক-প্রাবন্ধিক ড. প্রভাত কুমার দাস আজ রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পরিশ্রমী অনুসন্ধিৎসু এই গুণী গবেষক দীর্ঘদিন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের প্রধান ছিলেন। এ ছাড়াও পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমির প্রথম প্রকাশন সম্পাদক ও বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রকাশন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন । সম্পাদনা করেছেন নাট্য আকাদেমি পত্রিকা, যাত্রা আকাদেমি পত্রিকা ও বহুরূপী নাট্যপত্র।

পত্রপত্রিকার সূচি ও ইতিহাস প্রণয়নে অভিজ্ঞ এই নিরলস সাহিত্যসাধক বাংলাদেশের থিয়েটার পত্রিকা নিয়ে রচনা করেছেন এক তথ্যবহুল গবেষণাধর্মী গ্রন্থ ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’। কিছুদিন আগে প্রকাশিত তার ‘যাত্রার সঙ্গে বেড়ে ওঠা’ গ্রন্থ সুধীমহলের বিশেষ প্রশংসা লাভ করেছে।

থিয়েটার সম্পাদক রামেন্দু মজুমদার প্রভাত কুমার দাসের আকস্মিক প্রয়াণে গভীর শোক জানিয়েছেন। আরও শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-প্রকাশক মফিদুল হক, লেখক-গবেষক ফয়জুল লতিফ চৌধুরী ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভের পরিচালক বাবুল বিশ্বাস।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।