আহনাফ আবদুল কাদিরের কবিতা

ফেরা হবে না কোনোদিন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

আমার আর ফেরা হবে না
প্রিয় ফুলের কাছে,
সুরেলা পাখির কাছে,
নদী কিংবা সমুদ্রের কাছে।

ফেরা হবে না আর—
সময়ে কিংবা অসময়ে,
হারানো নামের কাছে।

তবু গভীর রাত নামবে,
প্রগাঢ় অন্ধকারের পর
তিরতির আলো ফুটবে—
ফজর হবে পৃথিবীর;
আমার হবে না ফেরা আর।

প্রতিনিয়ত সূর্য উঠবে,
পাখি ফিরে যাবে আপন নীড়ে—
তবু ফেরা হবে না আর আমার।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।