অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার পেলেন ৬ লেখক

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ১২ নভেম্বর ২০২২

চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্তের আয়োজনে ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২২’ পেয়েছেন ৬ লেখক। ১০টি ক্যাটাগরিতে লেখকদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন—শিশুসাহিত্যে (ভূতের গল্প) ইমরুল ইউসুফ, কিশোরসাহিত্যে (সায়েন্স ফিকশন) নাসরীন মুস্তাফা, মননশীল সাহিত্যে (প্রবন্ধ) অমল বড়ুয়া, ভ্রমণসাহিত্যে (ভ্রমণকাহিনি) রফিক আহমদ খান, বিবিধ ক্যাটাগরিতে (প্রকৃতি) হাসান জাহিদ ও (স্বাস্থ্য) ডা. আহাদ আদনান।

অক্ষরবৃত্ত প্রকাশনের কর্ণধার আনিস সুজন বলেন, ‘মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার লক্ষ্যেই এ আয়োজন। ১০টি ক্যাটাগরিতে সারাদেশ থেকে প্রায় ৩ হাজার পাণ্ডুলিপি জমা পড়ে।

দেশের খ্যাতিমান সাহিত্যিকেরা নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্বে ছিলেন। কয়েক ধাপে বাছাই শেষে ৬টি পাণ্ডুলিপি নির্বাচন করা হয়।’

পুরস্কার পাওয়া পাণ্ডুলিপিগুলো বই আকারে আগামী বইমেলায় প্রকাশ করা হবে। লেখকদের ক্রেস্ট, সনদ, প্রশংসাপত্র ও লেখক সম্মানি হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হবে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।