পরিণয়

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৪ মার্চ ২০২৩

ফাসিহা রাকশানদা

সুচনা বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছে। বিকেল হলেই সে প্রতিদিন এখানে একা বসে থাকে। হাতে মোবাইল ফোন। বান্ধবীর সাথে মেসেঞ্জারে চ্যাট করছে। সুচনার বেস্ট ফ্রেন্ড টুম্পা। দুই সপ্তাহ পর তার বিয়ে। বান্ধবীর বিয়ে বলে কথা। প্ল্যান-প্রোগ্রামিং নিয়ে খুব এক্সাইটেড আর ব্যস্ত সুচনা। বিয়ের শপিং কোথা থেকে করবে, গায়ে হলুদে কী পরবে, কীভাবে নাচবে, কোন পার্লারে সাজবে, মেহেদি ও রিসেপশনের ফটোগ্রাফি-ভিডিওগ্রাফির থিম কেমন হবে—সব কিছু প্ল্যান করছে সুচনা।

টুম্পা ডিটেইলসে কথা বলার জন্য সুচনাকে কল দিলো।
‘দোস্ত, তুই কোনো টেনশন করিস না। আমি কী বলি শোন! রাজ ভাইয়া তো ঢাকার ছেলে। আর তুই সিলেটি। আমরা মেয়েপক্ষ ‘আইলারে নয়া দামান’ গানে বরকে ওয়েলকাম করব। আর রাজ ভাইয়া নাকি সোয়াগ নিবে ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট গানে।’ আমরা কিন্তু ভাইয়ার গেট আটকায়া রাখব মিনিমাম পঞ্চাশ হাজার না দিলে!’

‘আরে নাহ, কী বলিস বেচারাকে ছাড় দে।’ টুম্পা আপত্তি জানায়।
‘বেচারা! আহা এখনই প্রেম উথলে উঠতেছে? বিয়ের পর কী করবি?’ সুচনা রসিয়ে রসিয়ে বলে। ‘দেখ, রাজ ভাইয়া কিন্তু অত বোকা না। বিয়ের পর থেকেই টাইট দিবি! নইলে পস্তাবি। সব ছেলে তো তোর আব্বু মানে আঙ্কেলের মতো না।’
‘আমিও আমার মায়ের মতো না। আমি আরও স্ট্রং।’
‘উহ, কী বলিস টুম্পা। আঙ্কেল-আন্টি ওই জামানায় প্রেম করে বিয়ে করেছেন। আর আজকাল প্রেমের বিয়ে টিকেই না। তুই করতেছিস অ্যারেঞ্জ ম্যারেজ। একজন আরেকজনকে বুঝতেই সময় লাগে কত।’
‘ওয়েট, হোল্ড কর সুচনা। কল আসছে। রাজ কল দিয়েছে!’

‘হ্যালো, টুম্পা কেমন আছো? শোন, একটা নিউজ।’
‘কী?’
‘আমাদের বিয়ে এক সপ্তাহ আগেই হবে।’
‘কী বল! এত অল্প সময়ে সবকিছু…’
‘শোনো, বিয়ে হবে বাসায় সিম্পল ভাবে। প্রোগ্রাম হবে একটাই।’ ‘কিন্তু রাজ...’
‘কোনো কিন্তু না টুম্পা। আঙ্কেল-আন্টির আর আব্বু-আম্মুর বিয়ে যেমন হয়েছিল; সেভাবেই হবে। বিয়েতে সাময়িক আনন্দের চেয়ে বিয়ের পরবর্তী চিরস্থায়ী আনন্দ সুখকর।’

টুম্পা কিছুটা ইমোশনাল হয়ে সুচনাকে কল দিলো। সুচনা সব কিছু শুনল।
‘দেখ, বলেছিলাম ভাইয়া এত বোকা না। রাজ ভাইয়া অনেক বুদ্ধিমান রে! তুই অনেক লাকি হবি ওনাকে বিয়ে করলে!’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।