ওয়ালিদ জামান

আরও কিছুক্ষণ এবং অন্যান্য কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:০২ এএম, ২২ এপ্রিল ২০২৪

আরও কিছুক্ষণ

হোক তবে শেষ পাওয়া
তুমি আমি দুজন,
হোক তবে শেষ চাওয়া
নিশিতে নির্জন!

হোক তবে শেষ কথা
তোমাতে নিবেদন,
বেসে যাই ভালো যথা
দিতে পারো মন!

হোক বুকে মাথা রাখা
আরও কিছুক্ষণ,
শেষ বেলা প্রেম শেখা
নিজের মতন!

কিছু জল চোখ ঢাকা
কিছু আলাপন
ঠোঁট ফুলিয়ে থাকা
যখন-তখন!

****

ভালো থেকো

ভালো থেকো গাছেরা
জল-পুকুর-মাছেরা
ভালো থেকো ঘাসফুল
রেখে যাওয়া শত ভুল!

ভালো থেকো পাখিরা
জোনাকি ও বাকিরা
তোমাদের এ জমিনে
চোখ ভেজে গোপনে!

ভালো থেকো ফুলেরা
মাঠে খেলা ছেলেরা
ছোট সেই ইস্কুল
কোলাহল মশগুল!

ভালো থেকো পোকারা
প্রজাপতি সাথিরা
কেটে ওড়া ঘুড়িটা
গাছ মরা গুড়িটা!

ভালো থেকো মাঠেরা
গ্রাম-নদী-হাটেরা
মেঠোপথ, বুনোঝোঁপ
রোদে পোড়া বাঁশ ছোপ!

****

মন বেদনা

আমি তোমার বাঁধা ঘুড়ি
ইচ্ছে মতন ওড়াও
ছিড়লে সুতো হঠাৎ তারি
এক পলকে হারাও!

কোথায় তোমার মন বেদনা
কোন ঘাটে তা জুড়াও
যুগ জমানো মন কামনা
কোন নদীতে হারাও!

আমি তোমার বাঁধা তরী
ইচ্ছে হলে উজান বাও
বাজার করে ফেরি
পূর্ণ কর শূন্য নাও!

কোথায় তোমার মন বেদনা
কোন আকাশে ওড়াও
সুখ হারানোর দুঃখ-যাতনা
কোন বুকে তা ফুরাও!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।