ওয়ালিদ জামানের ছয়টি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৫ জুন ২০২৪

আপনার মায়ায় পড়েছি

আপনি একবার ফিরে আসুন
আমি এক পৃথিবী লিখবো
আপনি একবার ভালোবাসুন
আমি এক পৃথিবী রুখবো!

আপনি ছেড়ে যান, দূরে যান
আমার ঝরে নিদারুণ অভিমান
আপনি জানেন—
রেখে যাওয়া শার্ট গায়ে জড়িয়ে রাখি
চলে যাওয়ার রাস্তায় দূর তাকিয়ে থাকি!

আপনি একবার ফিরে আসুন
আমরা এক কাপে চা খাবো
আপনি আবার ভালোবাসুন
আমি ঠিক গলে যাবো!

আপনি চলে যান, রেখে যান
এক সাগর মায়ার অভিধান
আপনি জানেন—
আমি আপনার মায়ায় পড়েছি
ভালোবাসলে ফেরা যায়
কিন্তু আমি একি করেছি!

****

জানতে ইচ্ছে করে

শহরজুড়ে কৃষ্ণচূড়া পোড়ে
এমন দিনে তুমি অনেক দূরে
কোথায় আছো? কেমন আছো?
জানতে ইচ্ছে করে!

মনের ভেতর আরেকটা মনজুড়ে
প্রেম থেকে যায় অনেকটা গভীরে
কোথায় রাখো? কেমন রাখো?
জানতে ইচ্ছে করে!

রাত থেমে যায় হঠাৎ আসা ভোরে
একলা থাকার প্রতিটা প্রহরে
কোথায় একা? কেমন একা?
জানতে ইচ্ছে করে!

ভালোবাসার নতুন হাতে ধরে
আনন্দে কি খানিকটা মন ভরে
কোথায় ভরে? কেমন ভরে?
জানতে ইচ্ছে করে!

****

হঠাৎ কেন এলেন

এই যে পাশে থাকেন
আমায় ভালো রাখেন
মন খারাপের দিনে
মনের কথা জেনে

এই যে কথা বলেন
আমার আপন হলেন
কাব্য রাখি তুলে
গল্প করার ছলে

এই তো সেদিন শুরু
বুকের দুরু দুরু
না বলা সব কথা
স্মৃতির জমা পাতা

হঠাৎ কেন এলেন
বলতে সাথে চলেন
দুঃখ পেরিয়ে দূরে
আঁধার কাটা ঘরে!

****

আপনি

আপনার অপেক্ষায়—
কখনো রাত ফুরিয়ে ভোর আসে
আপনি আসেন না!

বারান্দার গাছে গোলাপ আসে
আপনি আসেন না!

বছরে ৩৬৫ দিন যায়-আসে
আপনি আসেন না!

রাতে পাখি নীড়ে আসে
আপনি আসেন না!

বানে ভাসে বৃষ্টি আসে
আপনি আসেন না!

কবে আসবেন আপনি—
রাত ফুরানো শেষ প্রহরে
সূর্য ওঠা কোমল ভোরে

ভরদুপুরে গোলাপ হাতে
খুবটি করে চমকে দিতে

কিংবা কোনো বছর শেষে
ঠিক দাঁড়াবেন মিষ্টি হেসে

নয়তো কোনো পাখির ডানায়
একটু দেখার এক বাহানায়

হয়তো হঠাৎ বৃষ্টি ভিজে
নেবেন তো ঠিক আমায় খুঁজে!

আপনার জন্য ভালোবাসা—
আপনি তখন দূরে
আমার একলা কাটা ভোরে

বারান্দাটা জুড়ে
গোলাপ গেছে ভরে

আমার বছর কাটে
একলা ঘরে হেঁটে

পাখির মতো উড়ে
মন যেতে চায় দূরে

বাদল যখন আসে
নেই কেন মোর পাশে?

অবশেষে আপনি এলেন—
ঠিক ভোরে এক প্রহরে
জড়তায় জীবন গিয়েছে ভরে

বারান্দাতে গোলাপ তখন নেই
অযত্নে তা মরেছে কবেই

মাস-বছর আর হয় না গোনা
ঝাপসা চোখ, কানে যায় না শোনা

পাখির বাসা শূন্য পড়ে
ঘর বেঁধেছে অনেক দূরে

বৃষ্টিতে নেই অনুভূতি
তবুও পাশে থাকেন যদি!

****

আপনি হবেন সেই কবিতা

আপনাকে কিছু কিছু কথা বলা হয়ে ওঠে না
বলে ফেলার মতো সময় আর সাহস জোটে না
সে কথাগুলো শুধু আটকে থাকে মাথায়
জমে জমে তারা প্রেমিক হওয়ার খবর রটায়!

এমন প্রেমেই আপনাকে দেখার ইচ্ছে খুব
জেনে-শুনেই গভীর জলে মন দিচ্ছে ডুব
সে ভালোবাসা আটকে থাকে বুকের খাঁচায়
অথৈ জলে ডুবতে থাকা আমায় বাঁচায়!

আপনার মনের মেঘ সরিয়ে বৃষ্টি হবো
বিষণ্নতার দিন সরিয়ে ভালোবাসা দেবো
সে প্রেম থেকে যাবে মনের খাতায়
কাব্য হবে সুখ স্মৃতিরা পাতায় পাতায়!

এমন কাব্যে আপনি হবেন সেই কবিতা
তেজস্বিনী মাঝ আকাশের সেই রবিটা
সে কিরণ বিঁধবে এসে, ঠিক হৃদয় মাঝে
ভালোবাসা মিলবে এসে নতুন সাঁঝে!

****

মায়া

আপনি বেলি বড্ড ভালোবাসেন
কাঠগোলাপের মায়ায় মেশেন
আমার প্রিয় নীলমণি লতা
আগুন ঝরা কৃষ্ণচূড়া যথা!

যদি সুধাই বেলি খোপায় গোঁজেন
বৃষ্টিতে খুব ভালোবাসা খোঁজেন?
জানি বলবেন এসব করার সময় কোথায়
এক পৃথিবী কাজ যে আমার মাথায়!

আমি তবু হাল ছাড়ি না
শুনতে চাওয়ার পণ ছাড়ি না
আপনি বলেন শুনতে পারো দূর বহু দূর
মাঠ পেরিয়ে বন পেরিয়ে মনের কি সুর!

আমি বলি এ তো অনেক গভীর কথা
জমে থাকা এক সমুদ্র দুঃখ বারতা
আপনি বলেন—
তবেই তুমি কাঠগোলাপে মায়া পাবে
শুভ্র বেলির মন জুড়ানো ছায়া পাবে!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।