শাহ বিলিয়া জুলফিকারের কবিতা: নির্বাসন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

 

অন্ধকারের গহীনে
আত্মগোপন করা এক ব্যথাতুর হৃদয়
আর ভীতু চোখের জল—
তোমাকে ভালো লাগতো,
কিন্তু বলা হয়নি—ভালোবাসি।

হয়তো বললে তুমি বলতে—
‘চলে যাচ্ছি, ভালো থেকো!’
তারপর একদিন জিজ্ঞেস করতে,
‘কি চাও?’
আমি কাঁপা কণ্ঠে বলতাম—নির্বাসন!

যে ভালোবাসার কথা
একজন নবযোদ্ধার মতো দৃঢ় কণ্ঠে বলেছি,
সে-ও হারিয়ে গেছে বিস্মৃতির বালুচরে।

স্কুল গেটের কাছে,
নীরব দৃষ্টি বিনিময়ে ডেকেছিলে তুমি—
‘এই পথে এসো, এদিকে!’
আমি শুধু বলেছিলাম—
‘চলে যাচ্ছি, ভালো থেকো!’
তোমার আহত হৃদয়
প্রশ্নবাণে বিদ্ধ করেছিল আমাকে—
‘কী চাও?’
আমার একটাই উত্তর—নির্বাসন!

একদিন এসেছিল কেউ,
গ্রীষ্মের প্রথম মিষ্টি আমের মতো—
স্নিগ্ধ, কোমল, সুবাসিত।
তার ছায়ায় বিশ্রাম নিয়েছিল হৃদয়,
অথচ কেউ-ই স্থায়ী হইনি!

আমি বলেছিলাম,
‘চলো, হারিয়ে যাই দূর অরণ্যে!’
সে বলেছিল—‘এইখানে থামতে চাই!’
আমি প্রশ্ন করেছিলাম—‘তাহলে তুমি কী চাও?’
সে মুচকি হেসে, কাছে এসে বললো—‘নির্বাসন!’

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।