সুফিয়া কামালকে নিয়ে কবির সুমনের আবেগঘন স্মৃতিচারণ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ এএম, ২০ নভেম্বর ২০১৬

বাংলাদেশের প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃত কবি সুফিয়া কামালের  প্রয়াণ দিবস আজ। কবির মৃত্যু দিনে নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক কবির সুমন। পাঠকের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

আজ ২০ নভেম্বর। বেগম সুফিয়া কামালের প্রয়াণ দিবস।
বেগম সুফিয়া কামালের দর্শন আমি জীবনে প্রথম পাই ১৯৯৬ সালে; আমার প্রথম সঙ্গীত সফরে বাংলাদেশে- যখন আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য তহবিল তুলতে গিয়েছিলাম। তার কথা আমি আগে শুনেছি, পড়েছি, খুব বেশি পড়ার সুযোগ পাইনি। পশ্চিমবঙ্গের ক’জন আর অন্নদা শংকর রায়ের মতো বেগম সুফিয়া কামালের খবর রাখেন? ক’টা লেখা বেরিয়েছে তার ওপর? কিছুই না। আমার বাংলাদেশের বন্ধুরা যখন নিয়ে গেলো তার বাড়িতে আমার এটা প্রথম উদ্ঘাটন হলো যে আমার সামনে যিনি বসে আছেন তিন সাক্ষাৎ আমার মা। আমি দ্বিতীয়বার এক মায়ের দর্শন পেলাম। আমার প্রথম মা উমা চট্টোপাধ্যায় আর দ্বিতীয় মা বেগম সুফিয়া কামাল।

মাটিতে পায়ের কাছে বসে পড়লাম। কোনোদিন তাকে আগে দেখিনি। তিনি আমায় আদর করছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, মুখে হাত বুলিয়ে দিচ্ছেন আর আমিও তাকে আদর করছি। আমিও…! ছেলেরা যেমন মায়ের সঙ্গে করে। আমি তার গাল টিপে দিচ্ছিলাম। অতো মিষ্টি একজন মানুষ যে হতে পারে আমার জানা ছিল না। ঠিক আমি নিজের মাকে যেভাবে আদর করতাম সেভাবে আমি খালাম্মাকে আদর করেছি। বেগম সুফিয়া কামাল আমাদের খালাম্মা, মাসি মা। আর আমাদের ছেলেমেয়েদের কাছে তিনি হলেন ‘নানি’।

Sufia-kama
আমার কান্না এসে যাচ্ছে। এই একজন মানুষের কথা ভাবলে আমার কান্না পায়।

তারপর আমি যে গানটি লিখেছিলাম সেটি আমি লিখি নি আসলে- সময় লিখিয়ে নিয়েছে; আমার আসল যে বাঙালি-চেতনা, মানবচেতনা সেটা লিখিয়ে নিয়েছে। যে বাঙালি আজ বড়ো কম দেখি পশ্চিমবঙ্গে, যে বাঙালিকে বাঙালিয়ানা প্রমাণ করতে হয় ধুতি-পাঞ্জাবি পরে। না, আমি সে বাঙালি না। আমি একটা অন্য বাঙালি; যার দেশ একটা জায়গায় না। বেগম সুফিয়া কামাল ছিলেন সারা পৃথিবীর মানুষ। তার ওপর গানটি লিখে আমি প্রথম গেয়েছিলাম বাংলাদেশেই। ১৯৯৮ বাংলাদেশে আমার দ্বিতীয় সঙ্গীত সফরে, মিরপুর স্টেডিয়ামে।

ওই তো লক্ষ ছেলেমেয়ে
নাতিনাতনি দামাল
সবুজ দ্বীপের মতো মাঝখানে
সুফিয়া কামাল
এক একটা দেশ থাকে মানচিত্রেই শুধু রাখা
কারুর নয়নে থাকে স্বদেশের ছবিখানি আঁকা
আমি সেই স্বদেশের ছবি দেখি আপনার মুখে
সুফিয়া কামাল মানে বাংলাদেশের ছোঁয়া বুকে।
মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি
ঠিক ওইভাবেই তো বসেছিলাম খালাম্মার পায়ের কাছে…
মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি
পৃথিবীকে চুমু খায় গানে গানে আমার বোকামি
বোকারাই গান লেখে, গান বাঁধে, গান গেয়ে মরে
এবার মরলে আমি জন্মাব আপনার ঘরে।
আমার ভাবতে গর্ব হয়, আমার গর্ভধারিণী মা উমা চট্টোপাধ্যায়কে শুনিয়েছিলাম, তিনি কেঁদে ফেলেছিলেন। বলেছিলেন, ‘বেঁচে থাকো…’
মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি
পৃথিবীকে চুমু খায় গানে গানে আমার বোকামি
বোকারাই গান লেখে, গান বাঁধে, গান গেয়ে মরে
এবার মরলে আমি জন্মাব আপনার ঘরে।
আপনার ঘর মানে ঘর আর বাইরের মিল
ভাষার থালায় ভাত খেতে বসে অপার নিখিল
কারা ভাত কেড়ে নেয় সাবধান সামাল সামাল
ভাত মানে ভাষা আর খালাম্মা সুফিয়া কামাল।

এইচআর/এনএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।